আমি আর এক বন্ধু একবার বাড়ি যাচ্ছি ঢাকা থেকে শুরু করলাম যাত্রা।
যথারিতি রাত ৯ টার দিকে গাবতলি বাস স্টান্ডে গিয়া পৌছালাম । কিন্তূ আমার বন্ধু
প্রাক্রিতিক ডাকে সাড়া দিয়ে একটু আড়ালে কাম সারতে গেল। আর যেহেতু রাত তাই আমিও তার সাথে
গেলাম আর তার পাশে দাঁড়িয়ে রইলাম। কিছু সময় পর দেখি কয়েকজন লোক আমাদের পাশে এসে দাড়াল।
আমি ভাবলাম তারাও হয়তবা কাম সারবে তাই আমিও চুপ করে রইলাম। কিন্তু ঘটনার মোড় নিল তখন যখন
ওরা কাম সারার জন্য ৩০ টাকা চাইল। আমি একটু কথা কাটাকাটি করলাম আর তার জন্য আমাদের ২ গুন
জরিমানা গুনতে হল। এবার তাহলে সেই মজার ঘটনাটি বলি যার জন্য আমার এই লেখা।
আমি আর একদিন বাড়ি যাচ্ছি তখন রাত ১১ টা হবে।
এবং গাড়ি না আসাতে পদ্মার অপারে অপেক্কা করছি।
ভাগ্যের কি নিরমম পরিহাস আমারও সেদিন প্রাক্রিতিক ডাকে বাইরে যাওয়ার উপক্রম হল। কিন্তু আমি সেখানে একা ও
নতুন হওয়ায় একটু ভয় পেলাম কামটা সারতে তাই একজন লোককে বললাম(সে দোকানদার নয় কিন্তু দোকানে বসে ছিল
এবং তাকে দেখে আমার খুব ভদ্র মনে হল)ভাই আমি একটু প্রস্রাব করব তা কথায় গেলে ভাল হয়
(যেহেতু একদিন আমি গাবতলিতে ধরা খেয়েছিলাম তাই লজ্জা ফেলে জিজ্ঞাসা করলাম),সে কিছু সময় চুপ করে থেকে দোকানদারকে
বলল ভাই "তোমাদের ঘটি আছে আমারে এক ঘটি পানি দেওতো একে একটু মুতায় নিয়ে আসি একদম চড় মাইরা ফালায় দিমু বলে মুতবো
কোন জায়গাই আমার মুহি মত হালারপুত"। আমি ভয়ে কেদে ফেললাম আর আমার কান্না দেখে গাড়ির সবাই এসে উপস্তিত
লজ্জায় আমি লাল হয়ে গেলাম। আর এটা আমি আজও ভুলতে পারিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।