আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের পান্ডুলিপি

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

মানব জীবন একটা অপরিচিত ও অপ্রকাশিত বইয়ের পান্ডুলিপি। চারিপাশের শত পরিবর্তনের মাঝেও সে তার নিজস্ব একটা সময় বলয়কে ধরে রাখে। একটা জীবনের নানা পরিবর্তন ও বিবর্তন দ্বারা গ্রথিত হয় এইসব পান্ডুলিপি। আর এই পান্ডুলিপিতে রচিত হয় সেই জীবনের নানা অধ্যায়। একটা জীবনের যত সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, শোক-উল্লাস, মান-অভিমান, প্রেম-ভালবাসা, বিরহ-বেদনা, ঘর-সংসার সবকিছুই রয়েছে সেই পান্ডুলিপির নানা অধ্যায় জুড়ে।

অভাবনীয় ও নানারকম বিষয়, ঘটনা ও বৈচিত্রে ভরা এসব অধ্যায়। পাঁচমিশালী সব অনুভূতি ও আশা-আকাঙ্ক্ষার ব্যঞ্জণা নিয়ে এক এক মানুষের জীবন এক একটা স্বতন্ত্র, অনন্য ও অনুপম পান্ডুলিপি। এই পান্ডুলিপির প্রতিটি পৃষ্ঠা অজানা সব লেখনীতে ভরা। জীবন পান্ডুলিপির কোন এক পৃষ্ঠায় কিংবা কোন এক অধ্যায়ে হয়তো লেখা আছে আলসেমি বা জীবনবিমুখতার কথা। কিন্তু সেটাইতো শেষ অধ্যায় নয়।

একটু ধৈর্য্য ধরে পরের কয়েক পৃষ্ঠা ওল্টালেই দেখা যাবে সেখানে জ্বলজ্বলে অক্ষরে লেখা আছে পরিশ্রমের কথা। কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও পরিশ্রমের পাতায় কিছুক্ষণ চোখ বুলায় তবে দেখা যাবে সে আলসেমির অধ্যায়ের কথা ভুলেই গ্যাছে। এবার মন চাইতে পারে পান্ডুলিপির পরের পাতাটা না হয় একটু উল্টিয়েই দেখি। পরের পাতায় হয়তো লেখা আছে অধ্যাবসায়ের কথা। ততক্ষণে সে অনেক মনোযোগী তার পান্ডুলিপি পঠনে, সংষ্কারে।

ইতিমধ্যে সে হয়তো জীবন পান্ডুলিপি পাঠ করার এক অন্যরকম অভ্যাস রপ্ত করে ফেলেছে অধ্যাবসায়ী ছাত্রের মত। আর সে যদি তার পাঠাভ্যাস নিরন্তর অক্ষুন্ন রাখে তবে নিশ্চয়ই সেই পান্ডুলিপিতে তার জন্য পরের অধ্যায়ে রিচত হয়েছে সাধনা। সাধনার অধ্যায় কেউ যদি ভালভাবে রপ্ত করতে পারে তবে জীবন পান্ডুলিপি রচনায় সে হতে পারে সার্থক রূপকার । সাধনালব্ধ আদর্শ যদি পরিশিষ্টে সে সুন্দর ও সার্থকভাবে তুলে ধরতে পারে এবং তা যদি অন্যদের অনুপ্রাণিত করে তবে সেটাই হবে তার জীবন পান্ডুলিপির সেরা অধ্যায়। তার জীবন তখন আর শুধু পান্ডুলিপিতেই সীমাবদ্ধ থাকবে না।

মানুষের কাছে তা একটা সার্থক ও পরিপূর্ণ জীবনগ্রন্থ হয়েই প্রকাশ পাবে। তার প্রকাশিতব্য জীবনগ্রন্থের প্রতিটি পান্ডুলিপি বা অধ্যায় হয়ে উঠবে এক একটা সামাজিক দলিল। এভাবেই একটা অপরিচিত মানুষ অনেক মানুষের কাছাকাছি চলে আসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.