আমাদের কথা খুঁজে নিন

   

মানবিক মানুষ, অমানুষ অমানবিক

কপিরাইট © সংরক্ষিত.. লিখিত অনুমতি ছাড়া প্রকাশ নিষেধ

মানুষ কিভাবে মানবিক হয়? শিশুরাই একটা গুচ্ছ যার সবটাই মানবিক, আর কোনো ব্য়সের একশভাগ মানবিকতা নাই। তাহলে কি দিন দিন মানুষ যত বড় হ্য়, তার মধ্যে থেকে কি মানবিকতার বাষ্প উড়ে যায়? মানুষ দিন দিন খারাপ হয়, নিষ্ঠুর হয়, মাথায় মগজে লোভের সাপ লকলক করে। মানুষ কিভাবে এত অমানবিক হ্য়? একটা মানুষ কিভাবে আরেকটা মানুষের হত্যাকারী হয়? নিজের লোভ, ধান্দা, ব্যবসা, স্বার্থ, সুখ, সংস্কার কেন গ্রাস করে অন্যের জীবন ? মানুষ কিভাবে খুনী হয়? মানুষ কিভাবে নিজের দেশকে পশুর হাতে তুলে দেয়, ধর্ষণ করে, শয়তানের খাদেম হয়? মানুষ কিভাবে একটা রাজাকার হয়? মানুষ কিভাবে পশু হয়? ইতর হয়? আমি জানি না। তবে কেউ কেউ এর মাঝেও নিষ্পাপ থাকেন। অন্যায়ের প্রতিবাদী, দেশপ্রেমী আর যোদ্ধা হয়ে উঠেন।

কেউ কেউ পশুর রাজ্যে মানব হন। কেউ কেউ মানবশ্রেষ্ঠ হন। তাদের কেউ পথ দেখান। তাদের মধ্যে কেউ জন্তুর বিরুদ্ধে লড়াই-এ দুর্গা হন। তাদের কেউ শহীদ জননী হন।

জাহানারা ইমাম শুধু একজনই হন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।