আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি নির্বাচিত কথামালা-3

http://www.myspace.com/423882880/music/songs/31785002

তনু তখন মেকাপ নিচ্ছিলো। মেকাপ ম্যান সুরুজ মিয়ার বুক ধড়ফড় করছে । কি বুক! বুকে কাঁপন ধরিয়ে দেয়। মুখে পাফ দিতে দিতে সুরুজ মিয়ার চোখ চলে যাচ্ছিলো তনু মেডামের বুকের দিকে। (কি সুরুজ!কেমন লাগছে অামাকে?!!!!) "সুরুজ, এক গ্লাস পানি নিয়ে অাসোতো!" সুরুজের কল্পনায় ছেদ পড়ে।

ভয়মিশ্রিত অবগাহন থেকে সরে এসে সুরুজ সম্বিত ফিরে পায়!! সুরুজ, বেশ কিছুক্ষণ পর অাবিষ্কার করে, তাকে এভাবে পানি অানতে বলা ম্যাডামের ঠিক হয়নি। সে একটু অপমানিত! মেকাপ ম্যান বলে কি মান অপমান নাই? `জীবনের সেরা সঙ্গী- সুন্দরী কেটলি। " তনু ডিরেক্টরের কাছ থেকে স্ক্রিপ্ট বুঝে নিচ্ছে। দূরে বসে এসবই চেয়ে দেখছেন তনুর মা। ভদ্রমহিলার ধৈর্য্য বলতে হবে! মেয়েকে এ পর্যন্ত নিয়ে অাসতে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে।

বলা যায় একেবারে রত্নগরভা মা। মেয়ে অাজ বুকে কেটলি জড়িয়ে - সুন্দরী কেটলী, সুন্দরী কেটলী করবে, অার মায়ের মনটা অানন্দে ভরে উঠবে। বাইরে বৃষ্টি হবে। শুটিং শেষে খিচুড়ি খাবে সবাই। অায়োজন চলছে।

ক্যামেরার সামনে রেডি তনু। হঠাৎ ফোন! -কে? -তনু ম্যাডাম বলছেন? -হ্যা। -রাকেশ বলছি। চিনেছেন? -হ্যা। অামি শুটিং-এ অাছি।

পরে ফোন দিচ্ছি। -কখন? - বিকেলে? -সন্ধ্যায় কিন্তু স্যার থাকবেন না। -অল রাইট। বাই। `োকে, তনু রেডি।

"...........!! তনু শুটিং-এ মনযোগী হয়ে োঠে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.