আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের বিরুদ্ধে সিরিজে হাবিবুল বাশারকে দেখতে চাই না

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

আয়ারল্যন্ডের কাছে বাংলাদেশ দলের এই শোচনীয় পরাজয় ভীষন দু:খজনক। এটা আশা করিনি। কারণগুলো খোজার চেষ্টা করছি। ১) হাবিবুল বাশারের উদ্দীপনাহীন কাপ্তানগিরি। ২) হাবিবুল বাশারের আলস্য।

৩) ফিল্ডিংএ হাবিবুল বাশারের নিদারুন ব্যর্থতা। ৪) জাভেদ ওমরের বদলে শাহরিয়ার নাফিজকে নামানো। এটা কর্মকর্তাদের, নির্বাচকদের খামখেয়ালী। ৫) সৈয়দ রাসেল ভালো ও ইকনমিক বোলার, তার বদলে কেন শাহাদত হোসেনকে নামানো হলো, এটাও কর্মকর্তা ও নির্বাচকদের খামখেয়ালী। ৬) পাইলটকে দলে রাখার দরকার ছিল।

খেলাকে খেলা হিসেবেই দেখা দরকার। তারপরও এ হতাশার শেষ নেই। মনে হচ্ছে ক্রিকেট দেখাই ছেড়ে দিতে হবে। আমার দাবী, ভারতের বিরুদ্ধে সিরিজে হাবিবুল বাশারকে যেন বাদ দেয়া হয়। আপনারাও মতামত দেবেন দয়া করে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.