কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com
শ্রাবণের পুঞ্জ ধোয়া মেঘগুলো যখন
পাড়ি জমালো হিমালয়ের দেশে,
আঙিনার ঝিঙে ফুলগুলো তখন মিটিমিটি হাসছিল।
বাদল দিনের বাতায়নে বসে কি মালা গাঁথে কিশোর
পানীয় পাইপ কাটা ফুলে ফুলে?
সবাই বলে, দেখ দেখ সংসারে মেয়ে নেই বলে
বেচারা, সাজের দায়িত্বটা নিজের কাঁধেই নিয়েছে,
সলাজে চোরা চোখে তাকাতো মেয়েদের দিকে
কিছু লোকের পাছে বলা কথা কি সত্যিই মিলে?
তারপর স্বৈরাচারীর সিংহাসর উল্টে পড়লো
'৯০ এ নামা রাজধানীর ঢলে,
মাথার উপর টিনের চাল ভেঙ্গে দিয়ে
বয়ে গেল '৯১ এর সাইক্লোন।
বছর বছরের বন্যাগুলোকে সাঁতরে সাঁতরে
যখন কোনক্রমে উঠলাম 'তেজগাঁও'-এর চারতলায়
লোহিত তীরের উমলেজ থেকে এল বনবাসী নিমন্ত্রণ
একদার 'বনবাসী' সাজা এখন আকাংখার মরুবাস।
যে মুখে মচমচাতো বন্ধুদের থেকে পাওয়া শিঙ্গাড়া
যে বুকে জমানো থাকতো সহপাঠীনীর ফুল
বিমোহিত দিনরাত সুজনের সুচারিতায়।
কোথায় চেরাপুঞ্জির ঝর্ণারা,
সুরমা থেকে ডাকাতিয়ার যোগাযোগ
দুয়ারের পাশে বোনা সূর্যমুখী আর গাঁদা?
এখন এ বুকে বাজে অবরুদ্ধ ফিলিস্তিনের কান্না
ঝরে পাথর যোদ্ধাদের শহিদী রক্ত ফোঁটা,
বুক থেকে নিয়ে আকণ্ঠ আফগানী মরু-তৃষ্ণা
টাইগ্রীস-ইউপ্রেটিসের স্রোতে স্রোতে স্রোতে...
নিঃশেষিত হয়ে যাচ্ছে আমার সমস্ত রক্ত
শিরা-উপশিরায় রক্তশূন্যতার হাহাকার।
জাবালুত্তারিকের পথে দৃষ্টি হয়ে পড়ে ধোঁয়াশা
ফিলিপাইনে এসে ঝরে পড়ে অশ্রুশিশির ফোঁটা
'লিডার'-এর বুকে পাহাড়ী ফুল ধোয়া পানি
এ মুখে ছুঁড়ে দেখি প্রিয় হারা অশ্রুর ঝলকানি।
এ বুকের পাটাতনে সিঁদেল পড়েছে এখন
সবুজ ভূমিতে লাল-খয়েরীর আবাদী ষড়যন্ত্র
আমি রুখে দেব নিশ্চয়ই;
অশ্রু, রক্ত আর নিঃশ্বাসের শেষ বিন্দুতে হলেও।
তবুও কি সুধোবে- 'হৃদয় পাথুরে কেন'?
ঐ শোন বজ্রে "তাঁহার" হুংকার যেন।
১১.০৪.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য !@@!619130 যেখানে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।