জনক কিংবা পিতাকে নিয়ে প্রশ্ন তোল না// যে মায়ের আঁচলে ভাত খাওয়া হাত মুছেছি, কোনোদিন এই আমি তার সামনে দাঁড়াতে পারব না।// (নজরানাঃ জাতির জনক শেখ মুজিবকে)
আস্তে আস্তে শেষ হয় আলোর সুখ-দিন
আঁধারের কালো রঙে ভরে যায় সব
পাখি ফিরে নিজ ঘরে থেমে যায় রব
পানসে হয়ে আসে আজ সমস্ত রঙিন ।
পড়ে থাকে পিছনেতে কোটি-কোটি ঋণ
চিতার আগুনে জ্বলে যেন কোনো শব
কাঁটা বিঁধে জেগে উঠে নব অনুভব
হতাশার জ্বালা নাচে তা-তা-ধিন-ধিন ।
হুতোম পেঁচার ডাকে মুহু-মুহু সুর
এ যেন ভূতুড়ে বাড়ি পৃথিবী আমার
আধাঁরে-আধাঁরে ছেঁয়ে গেছে চারিধার
আলো, সে তো মনে হয় দূর-বহুদূর ।
আসলে এ হলো রীতি নিয়তির ফল
দিনান্তে সূর্যের হয় এ-পালাবদল ।
রচনাকাল: ১লা সেপ্টেম্বর ২০০৬।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।