আমাদের কথা খুঁজে নিন

   

সময়ের পালাবদল( সত্য ঘটনা) ও একটি প্রশ্ন

অগণন যাত্রিকের প্রাণ,খুজে মরে অনিবার/পায় নাকো পথের সন্ধান,চরণে জরায়ে গেছে শাসনের কঠিন শৃঙ্খল। ফেসবুকে আমি ঃ www.facebook.com/bhutergolirbasinda

ঘটনাটি ৪ বছর আগের। ছেলেটি আর মেয়েটি একি কলেজে বিজ্ঞান বিভাগে পড়ত। মেয়েটি দেখতে সুন্দরি ছিল, একটু অহংকারীও ছিলো বৈকি। ছেলেটি পছন্দ করত মেয়েটিকে।

কলেজে ছেলে- মেয়েদের ক্লাস হত ভিন্ন ভবনে। প্রায়সময় মেয়েটি ক্লাস থেকে বেরোলে ছেলেটি তাকে দেখামাত্র বেরিয়ে যেত। মেয়েটি বুঝতে পেরেছিল ছেলেটি তাকে পছন্দ করে, কিন্তু তেমন একটা পাত্তা দিত না। হয়তোবা ছেলেটি দেখতে তেমন স্মার্ট ছিল না বলে!! একদিন ছেলেটি মুখ ফুটে বলে ফেলল, ‘তোমাকে আমি খুব পছন্দ করি’ কিন্তু মেয়েটি তাকে ফিরিয়ে দিল। অতঃপর যা হয় ছ্যাকা খেয়ে ছেলেটি কেমন নিজেকে গুটিয়ে নিল।

২ বছর পরে। ছেলেটি সিলেট মেডিক্যালে চান্স পেল। এই রেসাল্টে ছেলেটি ও তার পরিবার খুবি খুশি। এমনকি বন্ধু মহলে ছেলেটির মূল্য অনেক বেরে গেল!! আর সেই মেয়েটি দুর্ভাগ্যবশত কিংবা সময় নষ্ট করার দরুন কোথাও ভর্তি হওয়ার সুযোগ পেলো না। অতঃপর ছেলেটি মেডিক্যালে ক্লাস করা শুরু করল এবং দিনে দিনে নতুন বন্ধুদের মাঝে জনপ্রিয় হতে থাকল।

একদিন হটাত সে ক্যাম্পাসে মেয়েটিকে দেখতে পেলো। মেয়েটি তাকে দেখা মাত্রই তার কাছে এগিয়ে গেল আর ছেলেটিকে কিছু বলার সুযোগ না দিয়েই বলল, ‘ আমি এতদুর থেকে শুধু তোমার সাথে দেখা করতে এসেছি, আমি সেদিন অনেক ভুল করেছিলাম আমাকে কি তুমি ক্ষমা করবে?? আমিও তোমাকে ভালোবাসি‘ ঘটনাটা আমার এক বড় ভাইয়ের জীবনে ঘটেছিল। তারপরে কি ঘটেছিল তা না জানলেও চলবে। কারন আমি যা বলতে চাই তা বলতে ঘটনার পরবর্তী অংশ বলার দরকার নেই। তাছাড়া আমি অতিরিক্ত বাক্যব্যয় পছন্দ করি না!!!! প্রথমে চটপট বার্তাটা দিয়ে নি ঃ “মেয়েদের পেছনে দৌড়ীও না, এমন কিছু করো যাতে মেয়েরাই তোমার পেছনে দৌড়ায়।

“ এখন প্রশ্নটি হলঃঃ মেয়েরা এমন কেন হয়। ?? ভালবাসাকে দূরে ঠেলে দ্যায় আবার নিজেরাই সেই ভালবাসাকে খুজে ফেরে। একবার যখন পেলি তখন তার মর্ম বুঝলি না, যখন তা হারিয়ে ফেললি তখন তার জন্য কিসের হাহুতাশ!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।