মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com
টিনএজ কবিতা। আমার বই। নিজের লেখা প্রথম বই! মাত্র বিশ বছর বয়সে প্রকাশিত! পনের থেকে বিশ বছর বয়সে লেখা কবিতার সংকলন। আমার কলমের অতিথি। সমসাময়িক জীবনযাত্রার চিত্রকল্প।
কৈশোরের ভাব-জগত। প্রেম ও দ্রোহের জার্নাল। আমার প্রথম মানস সন্তান!
জন্ম: অমর একুশে গ্রন্থমেলা-২০০৭
ধাত্রী: নন্দিতা প্রকাশ
বইয়ের ভূমিকা থেকে:
কবিতার পথে আমি নতুন পথিক। তাই এই কাব্যগ্রন্থের পদ্যগুলি ঠিক কবিতা হয়ে উঠেছে কিনা জানি না। পথ না জেনে পথ চলা সাধারণের কথায় খুব একটা সুখকর নয়।
অথচ বিস্ময়ের ব্যাপার, এ চলায় নতুন পথ আবিষ্কারের সম্ভাবনা প্রচুর। জীবনানন্দ দাশ বলেছিলেন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। কিন্তু একজন কবি এবং একজন কবিতাকর্মীর মধ্যে হাজারটা পার্থক্য থাকলেও একটা বিষয়ে তাঁদের দারুণ মিল- উভয়কে একই দহন প্রক্রিয়ার ভেতরে যেতে হয়! অবশ্য আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে এ কমজোর কবিতাগুলি জোর পেয়ে যদি কিছুটা চলতে শুরু করে তার কৃতিত্ব সম্পূর্ণই আপনাদের। কবিতা ও পাঠকের মাঝে কবির অর্জন কেবল আত্মপ্রসাদ।
গ্রন্থপ্রীতি নন্দিত!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।