বৃহস্পতিবার দুপুরের পর আরেফিন শিপইয়ার্ডে সংঘটিত দুর্ঘটনায় আহতরা বিকালে নগরীর একটি হাসপাতালে মারা যান বলে পুলিশ জানিয়েছে।
কদম রসুল এলাকার ওই শিপইয়ার্ডে কাটার জন্য আনা এমভি ক্যাপিটেন লি শেনকো নামে একটি জাহাজ থেকে মালামাল সরাচ্ছিলেন শ্রমিকরা।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিত্যক্ত জাহাজের মালামাল কিনতে কয়েকজন সেখানে গিয়েছিলেন।
“তখন ওই জাহাজের একটি গ্যাস সিলিন্ডার হালকা বিস্ফোরণ ঘটে খুলে গেলে ছয়জন বিষক্রিয়ায় গুরুতর আহত হন। ”
আহত শ্রমিকদের চট্টগ্রামে নিয়ে এ কে খান গেইট এলাকার আল আমিন হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চার শ্রমিকের মৃত্যু হয় বলে সীতাকুণ্ড থানার এসআই মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
নিহতরা হলেন- মোহাম্মদ ফারুক, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন ও মো. আরিফ। এদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। আহত রমজান আলী ও আলী আকবর ওই হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের একজন গ্যাস বিষক্রিয়ায় আক্রান্ত এবং অন্যজনের শরীরের কয়েকটি স্থানে জখমের চিহ্ন রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।