সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, সোমবার গভীর রাতে উপজেলার মান্দরিটোলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম রাসেলের (২০) বাড়ি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে। তার বাবার নাম সিরাজুল ইসলাম।
বিএনপি নেতারা বলছেন, শরিফুল স্বেচ্ছাসেবক দলের মুরাদপুর ইউনিয়ন কমিটির সহ সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে অবরোধকারীরা মহাসড়কে যানবাহনে হামলা চালালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান শরিফুল।
তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে পরিদর্শক আমিনুল জানান।
শরিফুলের বাবা সিরাজুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় তার ছেলে বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তারা পুলিশের গুলিতে শরিফুলের নিহত হওয়ার খবর পান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।