আটক মো. ইদ্রিস হাটহাজারী থানার ফতেয়াবাদ কলেজের অধ্যক্ষ। তিনি এই কেন্দ্রের পরীক্ষা সচিবেরও দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে কলেজের বাথরুম থেকে তাকে হাতেনাতে আটক করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান পান্না।
বৃহস্পতিবার এইচএসসির গণিত বিষয়ের পরীক্ষা হয়। সাধারণত পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছায়।
ইউএনও ইশরাত জাহান পান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খবর পেয়েছিলাম প্রশ্নপত্র হাতে পাওয়ার পরপরই তিনি নিজের মেয়েকে মোবাইলে তা জানিয়ে দেন। আজ তাকে হাতেনাতে ধরতে পেরেছি। ”
নিজের মেয়ে একই বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থী-এ বিষয়টি গোপন করে তিনি কেন্দ্রসচিব হয়েছিলেন বলেও জানান তিনি।
এ ঘটনার পর কেন্দ্রসচিবের দায়িত্ব থেকে অধ্যক্ষ ইদ্রিসকে অপসারণ করা হয়েছে।
তার বিরুদ্ধে তথ্য গোপন ও প্রশ্নপ্রত্র ফাঁসের অভিযোগ আনা হচ্ছে।
বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানান হাটহাজারী থানার উপপরিদর্শক মো. জসিম উদ্দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।