পরিবর্তনের জন্য লেখালেখি
তুমি নাকি ধার্মিক খুব?
কোন মেয়েই ছোঁয়নি তোমায়!
আমায় দিলে নিষেধ হাজার
শর্ত দেহের কোনায় কোনায় !
হাত ও মানা , চুল ও মানা
অধর ? সে তো কক্ষনো না
খেলতে মানা বুকের মাঠে
আক্রমন কি রক্ষন ও না!
চোখ দিলে হই নির্লজ্জ
হাত না দিতেই দিচ্ছো গালি
এসব আচার নিতান্ত বদ
বলছো ডেকে ,"পুরুষালি"।
ভারত-বাংলা সীমান্ত ঠিক
যেমন দেখায় বিদেশ নীতি
কাঁটাতারের বেড় দিয়ে ফের
আজকে তোমার এই মুরতি ?
চুক্তি ভুলে আমার চুলে
নাকটা কেন গুঁজছো সোনা ?
ওষ্ঠ পুটে দন্ত খুটে
আইন- বিচার , এই নমুনা!
পুড়ছো তুমি, পুড়ছি আমি
আলিঙ্গনের তীব্র আগ- এ
বাজছে শোনো রক্তকনায়
দরবারী আজ ভৈঁরো রাগে!
নিষেধ ভেঙে দিন ডাকাতি
করলে শুরু নিজের ঘরে
আমি ম'লাম শাঁখ করাতে
আর্ত কাঁদি নিরব স্বরে !
পুরুষ বড় গোলমেলে তো!
স্বভাব নীতি- বিষম ভারি
খুলছি দু'জন দেহের বাঁধন
"বেহায়া" হই একলা নারী !!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।