এখনও লেখার সময় হয়নি ।
কোন অনুভূতি ভিতর থেকে আসে না । সব রস শুকিয়ে গেছে । শুকাবেইনা কেন ? প্রতিদিন ঘুম থেকে উঠে পেপারটা দেখি মনে হয় "আহ কি নির্মম "। তারপর সারাদিন অফিস ,আড্ডা ,পরিবার তারপর ঘুম।
আবার এক নতুন দিন , আবার সকাল -পেপার দেখা-আবার " আহ,নির্মম " । আমি বাঙ্গালি । আমার পিছনে আগুন না ধরলে আমি " আহ " শব্দর বেশি উচ্চারণ করবো না । আর যদি আমার পিছে আগুন ধরে তার কুশচিৎ গন্ধ আমার নাকে আসে, সাথে পোড়ার যন্ত্রনা অনুভব করি তখন হয়তো খুব উত্তেজিত হয়ে বলবো "আল্লাহ তুমি বিচার করো" অথবা পুড়াই তব্দদা লাইগা চিন্তা করবো কি যেন দোষ করছিলাম ???কারন আমি বেহায়া বাঙ্গালি । কারন আমিই ভোট দিয়ে তাদের নিবাচিত করেছিলাম বা করবো।
কারন আমার পিছনে আগুন না ধরলে আমি " আহ " শব্দর বেশি উচ্চারণ করবো না। খুব কষ্ট লাগে যা হচ্ছে তা দেখে। যা হয় প্রতিবার নির্বাচনের আগে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।