আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারের দল কান ধরে রাজপথে হাঁটবে .....

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

'আরে আরে, করে কি, করে কি! আমি তো "জ", বাংলা বর্নমালার অষ্টম ব্যঞ্জন বর্ণ। আমারে লাথি কেনো মার হে নির্ভীক বাংগালী সচেতন সমাজ, কেনো কেনো, আমার কি দোষ...' -- যদি থাকত ধ্বনি উচ্চারনের কোন সুযোগ বর্ন গুলোর , তাহলে কি শুনাতো তারা এরূপ আকুতি? ভাবতে ইচ্ছে হয়। লাথি কেনো থুথু ও ছিটাও , কিল চড় , লাঠির বাড়ি ,পুরিষ দলা --সব মারো রাজাকার আর আলবদর আল শামস নামে যে সব হারামি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় ঘৃণ্য অপকর্ম করেছে , স্বজাতির মা বোনদের তুলে দিয়েছে তাদের পশু হুজুরদের কাছে, যাদের পা চেটে চেটে তারা মিথ্যে ফতোয়া ঝেরেছে আর গুপ্ত হত্যা করেছে আমাদের বিবেক আর বিকেবান শহীদদের। মারো লাথি , তাদের মুখে তাদের পাছায় , তাদের সর্বাঙ্গে। কিন্তু হায় লাথি মারা দূরে থাক তারাই লাথি মারে আজও স্বাধীনতার 36 বছর পরেও।

তাদের পা আজও শক্ত পদক্ষেপে কাঁদায় মা মাটিরে আমার সোনার বাংলার। আফসোস। স্বাধীন হয়েও আমাদের ভীষন দূর্বলতা। তাই বুঝি আমরা ধিক্কার স্তম্ভ বানাই আর দূর্বল ক্ষোভ ঝারি বাংলা বর্নমালায় কুত্তাদের সামষ্টিক নাম লিখে সতম্ভে। কিন্তু বর্ণমালাগুলো ও কি কাঁদবেনা , তারা তো নির্দোষ, বর্নমালায় হারামীদের নাম না লিখে তাদের প্রতিমুর্তি অংকিত করলে বোধহয় ঘৃণা আরও তীব্রতর হতো।

লাথির আঘাত হতো আরও জোরালো। নিরবে কাঁদতো না অতি কষ্টে মুক্তি পাওয়া বাংলা ভাষার সুন্দর বর্নগুলো অন্তত। ..... স্বাধীনতা প্রাপ্তির বহু বছর পরেও আজও আমাদের ঐ সব ঘৃণীত পাকি দোষরদের কুৎসিত আদল কে কল্পনা করেই তাদের লাথি মারতে হয়, কষ্ট -আজও আমরা তাদের উপযুক্ত শাস্তি র ব্যবস্থা করে প্রকৃত আনন্দ উদযাপন করতে পারিনা। কষ্ট লাগে আজ অন্তত তাদের মুখে লজ্জার ছাপ দেখার মতো কোন ব্যবস্থা আমরা করতে পারি না। কষ্ট -আজও আমরা তাদের মাথাগুলো হেট করে হাঁটাতে পারিনা।

স্বপ্ন দেখি কবে সেইসব দুরাচারি পাপিষ্ঠর দল স্বাধীনতা দিবসে কান ধরে , মুখে চুন কালি মেখে রাজপথে হাঁটবে আর আমরা ছি ছি করব...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.