আমাদের কথা খুঁজে নিন

   

কক্সবাজার বনাঞ্চলে লড়াইয়ে শতবর্ষী হাতির নির্মম মৃতু্য

জীবন যেখানে যেমন

হাতির লড়াই ক'জনই দেখেছেন। অনেকেই দেখেছেন, অনেকেই দেখেননি। আর যারা দেখেনি তাদের জন্য এই লেখা। কক্সবাজারে দণি বন বিভাগের চেইন্দা বনাঞ্চলে শতবর্ষী এক বুড়ো হাতির নির্মম মৃতু্য ঘটেছে। এক সঙ্গী মাদী হাতির দখলকে কেন্দ্র করে অপর একটি হাতির সাথে দীর্ঘ দু'দিন দু'রাত দফায় দফায় লড়াইয়ের পর গত মঙ্গলবার ভোররাতে এই শতবর্ষী হাতির মৃতু্য হয়।

2001 সাল থেকে এ পর্যন্ত কক্সবাজার বন বিভাগের আওতাধীন বনাঞ্চলে মোট 12টি হাতির মৃতু্যর ঘটনা ঘটেছে। কক্সবাজার দণি বন বিভাগের চেইন্দা বনাঞ্চলে কয়েক যুগ ধরে বসবাস করে আসা শতবর্ষী এক হাতির সাথে গত রোববার থেকে টানা দু'দিন দু'রাত অপর একটি হাতির দফায় দফায় লড়াই হয়। একটি মাদী হাতির দখলকে কেন্দ্র করে এই লড়াইয়ের সুত্রপাত। দীর্ঘ সময়ের লড়াইয়ে অবশেষে হার মানে শতবর্ষী হাতিটি। অপর হাতির উপর্যপুরি আঘাতে বৃদ্ধ হাতিটি গত মঙ্গলবার ভোর রাতে মৃতু্যর কোলে ঢলে পড়ে।

একটি মাদী হাতির দখল নিয়েই দলছুট এই হাতিদ্বয়ের মধ্যে লড়াই লেগে থাকতে পারে বলে স্থানীয় লোকজনের ধারণা। এ সময় আক্রান্ত হাতির চিৎকারে আশপাশের কাঠুরিয়ারা ঘটনাস্থলে ছুটে গেলেও ভয়ে হাতি দুটির কাছে যেতে পারেনি কেউ। স্থানীয়রা জানান, তারা পাহাড়ের চুড়ায় এবং গাছে উঠে হাতি দু'টির লড়াই প্রত্য করেছেন। রাতের বেলায়ও হাতি দু'টির লড়াই বন্ধ ছিল না। এলাকাবাসী জানান, এখনও পর্যন্ত এলাকায় 13টির একটি হাতির পাল, 7টির একটি হাতির পাল, 5টি হাতির একটি পাল রয়েছে।

মাঝে মধ্যে পাহাড় থেকে নেমে আসে এসব হাতির পাল। আর লড়াইয়ে অবতীর্ণ হওয়া হাতি দুটি ছিল পৃথক পালের। শতবর্ষী যে হাতির মৃতু্য হয়েছে সেটি ছিল বয়সের ভারে নু্যজ। মৃত হাতিটির সারা শরীরে প্রায় 50টির মত আঘাতের চিহ্ন রয়েছে। সঙ্গী হাতিটির দাঁতের আঘাতেই শতবর্ষী ওই হাতির মৃতু্য হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

এলাকার লোকজন বলছেন, মঙ্গলবার বৃদ্ধ হাতিটির মৃতু্যর পরেও ওই রাতে মেঝ হাতিটি তার মৃতদেহেও দাঁত দিয়ে গুঁতো মেরেছে। মৃত হাতিটির দাঁত ডুলাহাজারা সাফারি পার্কে সংরণের জন্য মঙ্গলবার বন কর্মীরা কেটে তুলে নিয়েছে। দুটি দাঁতের একটির ওজন 15 কেজি এবং অপরটির ওজন 12 কেজি। মৃত হাতিটি লেজ ও শুঁড়সহ লম্বায় প্রায় 26 ফুট এবং উচ্চতায় 10 ফুট। কক্সবাজারের বনাঞ্চলে হাতির মধ্যে পরস্পর লড়াইয়ে কোন হাতির মৃতু্যর ঘটনা এই প্রথম।

লড়াইয়ের পর যে হাতিটি বেঁচে রয়েছে সেটিও গুরুতর আহত। যে কোন সময় এ হাতিটিও মারা যেতে পারে। বন্ধুরা দেখলে তো প্রিয়তমাকে পাওয়ার জন্য শুধু মানুষের মাঝেই কেবল যুদ্ধ নয় পশুদের মধ্যেও যুদ্ধ হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।