কলপনার মাঝে ভেসে আছি
এমন অনেকে আছেন যাদের কয়েকদিন পর পর চোখে কালি পড়ে। কালি পড়ারও আবার থাকে বিভিন্ন কারন। সাধারনভাবে অনেকে বলেন ঠিকমত ঘুম না হলে,কাজের চাপ থাকলে ও টেনশন করলে চোখের নিচে কালি পড়ে। এই সমস্যা সহজে অনেকখানি দূর করা যায়। যা হোক যেভাবে দূর করতে হবে তা বলছি।
চা বানানোর পর অবশিষ্ট হিসাবে যে চা পাতা থেকে যায় তা 2 বা 3 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হবার পর চায়েরপাতা বের করে টিসু্য পেপার বা পাতলা কাপড়ের ভিতর মুড়িয়ে নিতে হবে। মুড়ানোর পর তা চোখের যে দিকটাতে কালি পড়েছে সে দিকটাতে চাপ দিয়ে রাখতে হবে। হালকা কালি পড়লে তা সাথে সাথে ওঠে যাবে। আর গাঢ় হলে কয়েকদিন ব্যবহারের পর ওঠে যাবে।
অনেকদিন ব্যবহারের পরও যদি না ওঠে তাহলে বুঝতে হবে। এই কালি ওঠার সম্ভাবনা নাই বললেই চলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।