Good things come to those who wait
ফায়ার ফক্স ব্রাউজারের এড অন ইন্সটল করার সময় তিন চার সেকেন্ড সময় চাওয়া হয় ইন্সটল করার পূর্বে। আপনি ইচ্ছা করলে খুব সহজেই এই সময় মাত্র এক সেকেন্ডে নামিয়ে আনতে পারেন অথবা ইন্সটল করার পূর্বে কোন সময়ই চাওয়া হবে না। এজন্য যা করতে হবে তা নিম্নে বলা হল।
এই সময় টা চাওয়া হয় অবশ্য আপনার উপকারের জন্য যে আপনি আপনার কাঙ্ক্ষিত এড অন টি ইন্সটল করছেন কিনা, তা যাচাইয়ের জন্য। অতএব নিচের পদ্ধতি অনুসরণ করে আপনি সময় এর মান কমিয়ে আনবেন কিনা তা আরেক বার ভেবে দেখুন।
প্রথমে আপনাকে যা করতে হবে তা হল এড্রেস বারে লিখতে হবে "about:config"। আপনি যখন লিখবেন বা কপি করে পেস্ট করবেন তখন কিন্তু আবার সামনে এবং পিছনের কমা দুটি দিবেন না।
তারপর উপরের ছবির মত একটি বক্স আসবে যেখানে লেখা থাকবে I’ll be careful, I promise! button. এই বাটনে ক্লিক করুন।
এরপর ইনশাল্লাহ দেখা যাবে একটি বক্স ওপেন হয়েছে এবং সেখানে অনেক লেখা। উপরে সার্চ বক্সে নিচের কথাটি পেস্ট করে দিন।
security.dialog_enable_delay
তারপর দেখবেন মাত্র একটি রোতে লেখা দেখা যাচ্ছে। সেখানে ডাবল ক্লিক করুন। দেখবেন নিচের ছবির মত একটি বক্স এসেছে।
এই বক্সের হিসাব টি মিলি সেকেন্ডে হিসাব করে দেওয়া। আপনি যদি ইন্সটলের পূর্বে মাত্র এক সেকেন্ড অপেক্ষা করে চান তবে 1000 লিখুন।
যদি বিশ সেকেন্ড অপেক্ষা করতে চান তবে 10000 লিখুন। আর যদি চান আপনার কাছে কোন সময়ই চাওয়া হবে না। সরাসরি ইন্সটল হবে তবে বক্সে 0 লিখে ওকে করুন।
আপনি যেভাবে সময়ের মান পরিবর্তন করবেন, নতুন করে সেই মানই দেখানো হবে।
বি.দ্র: ডিফল্ট সময় পেতে হলে 2000 বসাবেন।
ইনশাল্লাহ সব আগের মত হয়ে যাবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।