আমাদের কথা খুঁজে নিন

   

স্ক্রিনশট নেয়ার জন্য কিছু চমৎকার এডঅন

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ মুক্তি সেখানে অসম্ভব

১. ফায়ারশটঃ আমি আগে স্ক্রীনশট নেবার জন্য কী-বোর্ডের "PrtSc SysRq" কী ইউজ করতাম। সেক্ষেত্রে পুরো স্ক্রিনটাই ছবি আকারে চলে আসত ( উপরে ব্রাউজারের মেনু , নিচে উইন্ডোজের টুলবার যা অপ্রয়োজনীয়) তারপর সেটাকে ফটোশপে নিয়ে সুবিধামত ক্রপ করতাম। কিন্তু এই এডঅন ইউজ করলে আপনার আর সেটি করতে হবে না। আপনি যেই পেইজে আছেন সেই পেইজে গিয়ে নিচে ডানপাশের ফ্লপি আইকনে ক্লিক করলেই পেইজের ভিজিবল অংশটুকুই ছবিতে এড হবে । ২. লাইটশটঃ এটা আবার একধাপ এগিয়ে। এটা দিয়ে আপনি পেইজের যে অংশটুক সিলেক্ট করবেন ফায়ারফক্স শুধু সেই অংশটুকু আপনাকে রিটার্ন করবে। ৩.স্ক্রীনগ্র্যাবঃ উপরে যে দুটো এডঅনের কথা বললাম এই এডঅন টা হল ঐ দুটো সমষ্টি । শুধু তাই না এই এডঅনে আরেক ফিচার আছে সেটা হচ্ছে এই এডঅনটা দিয়ে আপনি পুরো পেইজের স্ক্রীনশট নিতে পারবেন। স্ক্রীনগ্র্যাব দিয়ে নেয়া স্ক্রীনশট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.