আমাদের কথা খুঁজে নিন

   

50তম পোস্টে বিনীত আবেদন ... প্লীজ

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

সামহোয়ারইন গ্রুপের কাছে আমি ভীষনভাবে কৃতজ্ঞ ... আমাদের মতো অভাগা, যারা বিদেশে পড়ে আছে অথচ কোননা কোনভাবে দেশের সাথে সংযুক্ত থাকতে চায় প্রতিদিন, তাদের জন্য এই সাইটটা এক বিরাট ব্যাপার! হুট করে ঢুকে গেলাম, হয়ে গেল যোগাযোগ। দেশের খবর, দেশের গল্প, কবিতা-ছড়া, বিতর্ক ঝগড়া-ঝাটি কি নাই!! মনে হয় ঢাকা স্টেডিয়ামের গ্যালরীতে বসে আবাহনী-মোহামেডান খেলা শুরু হওয়ার আগের আড্ডাটা দিচ্ছি। কি চমৎকার একটা সুযোগ করে দিয়েছেন তারা, মাঝে মাঝে নতুন ফিচার যোগ করছেন। আমার নিশ্চিত বিশ্বাস, যারা এখানে আসেন তারা সবাই কমবেশী এই সামহোয়ারইন গ্রুপের প্রতি এধরনের কৃতজ্ঞতা অনুভব করেন। এবং আমি এটাও বিশ্বাস করি যে সামহোয়ারইনের দায়িত্বে যারা আছেন, তারাও ব্লগার-পাঠকদের এই কৃতজ্ঞতাটুকু টের পান।

তাইতো তারা সময়ে সময়ে সার্ভিস দিয়ে যাচ্ছেন। তাদের কাছে আর একটা সার্ভিস যদি আমি আশা করি, তবে কি সেটা খুব বেশী চাওয়া হবে? আমাকে কি খুব লোভী শোনাবে? আমার বিশ্বাস, না শোনানোর কথা না। [ইটালিক][গাঢ়] সেই বিশ্বাসের দাবীতেই বলছি, [/গাঢ়][/ইটালিক] [গাঢ়] প্লিজ সামনের পেইজের সবচেয়ে উপরের ব্যানারটাতে স্বাধীনতার মাসের স্বাদ যোগ করুন [/গাঢ়] স্বাধীনতার মাসে যেন আমরা এখানে ঢুকলেই একটা অন্যরকম স্বাদ পাই, আমাদের মুক্তিযোদ্ধাদের আত্নারা যখন তাদের অতিপ্রিয় ডেশটাকে দেখার জন্য বারাবার অন্যজগত থেকে ছুটে আসেন, তখন যেন তারা ভাবতে পারেন, 'না, নতুন প্রজন্ম আমাদের ভুলেনি; এরাই পারবে আমাদের স্বপ্নগুলোকে পূর্ণ করতে ' সবাইকে অনুরোধ ... একটা সুন্দর পোস্টার বানিয়ে পাঠিয়ে দিন সামহোয়ার কর্তৃপক্ষকে ই-মেইলে ... তাঁরা যদি খুব ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে আপনার সেই পোস্টারটা কাজে লাগবে। ক্রিকেটের পোস্টারটা মাঝখানে দিলে আমার মনে হয়না কোন ক্রিকেটপ্রেমী মনে কষ্ট পাবেন। কেউ কি পাবেন? তাহলে হাত তুলুন।

সামহোয়ারের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাই। :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: পাকিস্তানের ক্রিকেটার রেজওয়ানুজ্জামান একবার 120 বলে 5 রান করেছিলেন। সামহোয়ারইনে আমার ইনিংসটাও সেরকম, 10 মাসে অবশেষে 50 তম পোস্ট। 100 তম পর্যন্ত যাইতে পারব কিনা, খোদাই জানেন। তাই এখানেই একটা ভাষন দিয়ে নেই।

যারা এতদিন পড়েছেন লেখা, কমেন্ট করেছেন, যাদেরকে কমেন্ট করেছি, যাদের লেখা পড়েছি এবং যাদের সাথে এই প্ল্যাটফর্মে ভার্চুয়্যালী সময় কাটিয়েছি -- তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাথে সাথে আবারও সামহোয়ারইন কর্তৃপক্ষকে। ********************************************* ছবিতে যে চায়নীজ ক্যারেক্টার দেখা যাচ্ছে, জাপানী ভাষায় তা পড়া হয়, 'আরিগাতোও'। মানে হলো, 'ধন্যবাদ'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।