ঘুমিয়ে পড়ার আগে......
29 শে এপ্রিল,আমার শুভেচ্ছা রইল তোমার জন্মদিনে.1982 আর 1996 সনের দীর্ঘ 14 টি বৎসর অতিক্রান্ত হয়ে এসেছে আবার তোমার জন্মদিন.
তোমার জন্মদিনে ছিলেম আমি দেশের বাড়িতে.সন্ধ্যা লগ্নেমুছাফির খানা মসজিদ হতে মাগরিবের নামাজ পড়ে একা একা হেঁটে চলেছি পথ ধরে.চলার পথে তোমার জন্ম সংবাদ পেয়ে,অতি প্রশান্ত মনে শুকরিয়া জানিয়েছি মহান আল্লাহর দরবারে .তোমার জন্ম সংবাদ শ্রবণ মুহর্তছিল সত্যই তাৎপর্যপূর্ণ.মহান আল্লাহর সনে হৃদয়ের আকুতি ঘেরা স্মরণ সময় ক্ষণে এসেছে সুসংবাদখানি.
সত্যই সে মুহতর্্ব খানি ছিল বড় প্রশান্তময়.এই অশান্ত জগতে একটু খানি যদি হয় প্রশান্তি.চলিত হও যদি সুশৃংখল জীবনের কাছে.কর অবনত শির মহান আল্লাহর দরবারে.আমারও হৃদয়ের শুভেচ্ছা থাকিবে অনন্ত জীবন ধরে.থাকিবেনা কোন দুঃখ এই কংটকময় জীবনের পরে.জীবন বড়ই বৈচিএময়,লোভ আর লালসায় জীবন খানিকে অশান্ত করে দেবে.
যদি থাকিতে পার ন্যায় নিষ্ঠবান জীবনের পরে,থাকিবেনা কোন দুঃখ মহা প্রভুর কাছে.এই অনন্ত জীবনের অমিয় ধারা যদি বয়ে যায় তোমার পরবতর্ী জীবনের কাছে .মহা সুখের মহা আবাস হবে এই জগতের পরে.মিথ্যা ,লোভ,লালসা হতে যদি কর পরিএাণ হৃদয় খানিকে সৃষ্টির জগতের কাছে.তোমার আমার জীবনের ধারা অনন্ত সুখের আবাস হবে.পাবে তুমি মহা পুরষ্কার মহা প্রভু হতে.
'তোমার আব্বা'
29/04/1997
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।