আমাদের কথা খুঁজে নিন

   

50তম পোষ্ট:বিদায় বন্ধু

অচেনা পথে হাটতে চাই অনেক দুর

:আমার কবিতা লেখার শুরুটা যাকে নিয়ে সে গত হয়েছে দুবছর আগে।চিরদিনের মত বিদায় দিয়েছি তাকে।আজ 50তম পোষ্টের এইক্ষনে এই কবিতা তাকে উৎসর্গ করলাম: হবে কি আমার জীবন উন্নত? নাকি থমকে যাবে? আবার কি পারবো শুরু করতে? নাকি আবার চলে যাবে দুরে? পারবো কি তোমায় প্রশ্ন করতে? খোদার পছন্দ আমি কেন? পাবো কি মাকে ফিরে? কিন্তু কেন?সেই কি আমায় ফেলে গিয়েছিলো? পারবো কি কষ্ট কমাতে? কে মুছবে আমার অশ্রু? পারবে কি আমায় খুশি করতে? তাহলে আমি দু:খী কেন? পারবে কি আমার জীবন নিতে? কারন বাচতে আমি চাই না কেন ছেড়ে গেলে আমায়? আমি অপেক্ষা করবো তোমার জন্য এবং দেখা পাবো তোমার কি পাবো না? কথা দাও কাঁদবে না এটা আমার মৃতু্যর সিদ্ধান্ত কথা দেবে কি আমায়? হাসবে তুমি যখন আমি যাবো তুমি কি বুঝবে আমায়? দু:খিত।কিন্তু এটা সত্য আর পারছিনা ব্যথা সইতে আমার আত্রা কাবু করেছে আমায় এই মাএ তাকে আমি মুক্তি দিলাম সবাইকে বলো,আমি দু:খিত ভুলোনা,তোমার অপেক্ষায় আছি একবার তোমায় দেখবো বলে ভালবাসি তোমার বন্ধুত্ব কথা দাও কাঁদবেনা আরেক জীবনে দেখবো তোমায় ভালবাসি তোমায় তাই বিদায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।