খুব গোলমেলে, নিজেও ভাল জানি না। তবে আছে,এই ঢের।
পোষ্টাতে পোষ্টাতে এসে গেল 50।
লেখালেখি কাটাকুটি হাসাহাসি।
হিজিবিজি কত কি, কম চাষ?
বেশি চাস? বেশি চাষ সিঙ্গুরে
হাত নাড়ে, টাটা সে, থাক থাক
ফাইলে ভরা তাক, অফিসে
মেলবক্স ফুল ফুল, জেপেক
বা ছবিতে, সজ্জিত এই বেশ
মিনি স্কার্ট টাই বুট, টান টান
ছবি আর লেখা নিয়ে ব্লগ ছিল দাঁড়িয়ে
পোষ্টাতে পোষ্টাতে এসে গেল 50।
ঘোরাঘুরি নয় আর, লিখে ফেল
জব্বর কথা থাক, লুকিয়ে
কথা থাক টিপ্পনি, সব থাক
ঘুমিয়ে, তবুও তো ক্রসরোড
লেখা বাড়ে কম নয়, ছবি আর ছবিতে
দেখ চোখ, ঝকঝকে, মন চায়
খুশিতে আরও বেশি উড়ে চল
খেতে হবে ঘাসজল, পেতে হবে
সবকথা সব খোঁজ, ঠোনা মেরে
কথা বলা, কাটিয়ে যেতে হবে
রোজ রোজ, লিখে চলা একা হাতে
পেতে হবে, পেতে হবে 50এ 50।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।