বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে গিয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েছেন দুপক্ষের নেতা-কর্মীরা। আজ শনিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী ও নেতা-কর্মীরা জানান, বগুড়া যাওয়ার পথে বিকেলের দিকে বিরোধী দলের নেত্রীর গাড়িবহর কালিয়াকৈর পার হচ্ছিল। তাঁকে শুভেচ্ছা জানাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে দুপুরের পর থেকে শতাধিক নেতা-কর্মী দাঁড়িয়ে ছিলেন। নেতা-কর্মীদের হাতে বড় বড় বিলবোর্ড ও ফেস্টুন ছিল।
একপর্যায়ে বিএনপির বহিষ্কৃত নেতা চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকীর কর্মীরা মহাসড়কের ওপর মিছিল শুরু করেন। এ সময় কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সমর্থকেরা একই জায়গায় পাল্টা আরেকটি মিছিল বের করেন। দুপক্ষের কর্মীদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা ও পরে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ সময় কিছুক্ষণের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
পরে পুলিশ গিয়ে লাঠিপেটা করলে কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নেতা-কর্মীরা মহাসড়কের পাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খালেদা জিয়া কালিয়াকৈর এলাকা পার হন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।