একদা একজন রমনী একটি চেরাগ পাইয়াছিল, আজ তাহার গল্প বলিব।
চেরাগের গায়ে আলতো রমনীয় ঘষা দিবা মাত্র এক বিশালকায় দৈত্য বাহির হইয়া আসিল।
রমণী জিজ্ঞাসিল ''এখন তুমি নিশ্চয়ই আমার তিনটি ইচ্ছা পূরণ করিবে?''
দৈত্য কহিল, '' আমি শুধু একটা ইচ্ছাই পূরণ করি, ম্যাডাম। বেশী খাই খাই স্বভাব থাকিলে রাস্তা মাপেন''
রমনী কহিলেন, '' এই মানচিত্র খানার দিকে দেখ। দেখো
এই আর্মোরিকা, বসুনিয়া, চেশুনিয়া, এরাক, এরান, এসরায়েল ইহারা বছরের পর বছর ধরিয়া খালি কাইজ্জা করিতেছে।
ইহাদের যুদ্ধ থামাও। বিশ্বশান্তি আসুক।
দৈত্য ভাবিয়াছিল, রমনী মানুষ হয়তো একখানা দামী বাড়ী, কিম্বা হিরের নেকলেস চাহিবে, কিম্বা তাহার সোয়ামী কে প্যাঁদানি দিয়া আসিতে বলিবে। চায় কি না বিশ্বশান্তি। তাহারাই যে বিশ্বে অশান্তির মূল এইটা যেন জানেনা ।
মনে মনে দাঁত চাপিয়া একবার '' বাল '' বলিল।
তারপর কহিল '' ম্যাডাম আমার সামর্থ্যে অত বড়ো না, এই কাজ আমি পারিব না, আপনি অন্য কোন ফরমায়েশ করুন''।
রমণী কিয়ৎক্ষণ ভাবিয়া বলিলেন, '' আমি একজন পুরুষ চাই, যে আমাকে ভালবাসিবে, সহানুভূতিশীল হইবে, বাচ্চাদের ভালবাসিবে, রান্না-বান্না করিবে এবং সাপ্তাহিক ছুটির দিন দিনমান ভরিয়া টিভিতে খেলা দেখিবে না। ''
দৈত্য এবার দীর্ঘকায় একটা দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল,
'' দিন ম্যাপটা আগাইয়া দিন, একটু দেখিতে দিন এবং দেশগুলির নাম বলুন; দেখি একবার চেষ্টা করিয়া। ''
''বিশ্বশান্তি এবং আদর্শ পুরুষ এই দুইয়ের খোঁজে আসিয়াছেন'',
দাঁতে দাঁত চাপিয়া, দৈত্য মনে মনে বলিল '' বাল'' ।
।
* সংগৃহীতঃ তবে বিপুল পরিমাণ রং-চং লাগানো হইয়াছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।