আমাদের কথা খুঁজে নিন

   

জনৈক আলাদ্দিন, একটি চেরাগের দৈত্য ও ছাত্রলীগ

http://www.facebook.com/ruman125

আলাদ্দিন দরিদ্র ছেলে । পড়ালেখা করত কিন্তু পিতার মৃত্যুর পর তা এখন বন্ধ। এখন মায়লা আবর্জনা ঘেটে যা পায় তা ভাঙ্গারির দোকানে বেচে বিধবা মাকে নিয়ে কোন মতে খেয়ে না খেয়ে দিন কাটে। একদিন মায়লা আবর্জনা ঘেটে সে একটা চেরাগ খুজে পেল। মায়লা লাগা তাই হাত দিয়ে পরিস্কার করতে গিয়ে হাতের ঘসার সাথে সাথে বিশাল এক দৈত্য হাজির।

দৈত্য: হুকুম করুন মালিক। আলাদ্দিন প্রথমে ভয় পেলেও সামলে নিয়ে... আলাদ্দিন: কে তুমি? দৈত্য: আমি জ্বিন। আমি আপনার সব ইচ্ছা পুরনের ব্যবস্থা করতে পারি? আলাদ্দিন: (একটু ভেবে) আমার অনেক ইচ্ছা। দৈত্য: আমি সব কিছুরই ব্যবস্থা করতে পারি। আলাদ্দিন: আমার ইচ্ছাগুলো হল ১।

আমি অনেক ক্ষমতা চাই ২। আমি অনেক টাকা চাই ৩। বিশাল একটা বাড়ি ৪। অনেক দামি গাড়ি ৫। যা খুশি তাই করব কেউ আমার গায়ে হাত তুলতে পারবে না।

৬। দেশটাই আমার হয়ে যাবে... ৭। ..... ........ দৈত্য : (বিরক্ত হয়ে) হয়েছে হয়েছে আপনি ছাত্রলীগে যোগদিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.