এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ
পূর্ণিমা ঢেকেছে সোডিয়াম,
আর যদি ইউরেনিয়ামের কথা বলি_
পরাশক্তির মহড়ায় তুমি আমি
ক্রীড়াতত্ত্বে মেতেছি।
পরমাণু শাসিত ধাতব স্বভাবে আমি কর্মসূচি,
ওয়ারহেডে জঙ্গি মনোভাব। পারমাণবিক।
ধার করা সুর্যের আলোয় পূর্ণিমা ডেকেছে তুফান।
তুমিও উত্তাল! নদী হয়ে
সাগর পাহারার বাস্তব কথা ভাবো?
যে জল সাহারায় যাবে পেট্রোলিয়াম দরে_
সে জলে পরমাণু আছে,
পরমাণু আছে তোমার মানবিক দেহেও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।