21 ফেব্রুয়ারির কথা আসলেই সকলের মনের মাঝে বেঁজে ওঠে সেই অমর গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?"। গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী এবং সুরকার ছিলেন শহীদ আলতাফ মাহমুদ। আবদুল গাফ্ফার চৌধুরী যখন এটি লিখেছিলেন তখন কবিতা হিসেবে লিখেছিলেন, পরে আলতাফ মাহমুদ এতে সুর দেন। বিশিষ্ট চলচিত্রকার জহির রায়হান তাঁর অনবদ্য চলচিত্র "জীবন থেকে নেয়া"য় এই গানটি ব্যবহার করেন। আবদুল গাফ্ফার চৌধুরী এখন লন্ডনে থাকেন এবং বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লেখেন, এটা আমার মোটামুটি সবাই জানি।
কিন্তু শহীদ আলতাফ মাহমুদ এর কথা কি আমার সবাই জানি? আমাদের মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন। মুক্তিযোদ্ধারা তাঁর বাড়ির সামনের উঠানে কিছু অস্ত্র লুকিয়ে রেখে গিয়েছিল। পাকিস্তানী হানাদার বাহিনী খবর পেয়ে তাঁর বাড়িতে এসে তাঁকে অমানুষিক নির্যাতন করে। তাঁকে দিয়ে মাটি খুঁড়িয়ে অস্ত্রগুলো বের করে। তিনি শুধু এ ব্যাপারে তাঁর একার জড়িত থাকার কথা স্বীকার করেন আর কারও নাম পাকিস্তানীরা তাঁর মুখ থেকে বের করতে পারেনি।
পরে পাকিস্তানীরা তাঁকে হত্যা করে। আজ 21 ফেব্রুয়ারি তাঁর প্রতি এবং সকল ভাষা শহীদদের প্রতি রইল আমাদের অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।