সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার
চ্যাটচেটে ঘামের আঠা
পুতিগন্ধময় লোভ শিকারী কুকুরের লালার
মতো বেয়ে পড়ে ওদের শরীর থেকে।
নি:শ্বাসে বিষের গন্ধ আর গলিত পুঁজ,
ওদের সামনে পড়ে অজানা ভয়ে থমকে দাঁড়ায় স্কুলগামী শিশু।
এদের হাতে ধর্মের ধ্বজা,
অন্তরে বেসাতির লোভ,
চোখের সুর্মায় শেয়ালের শীতল চাতুর্য
হাতে ভিুকের ঝুলি,
কারো কারো ভদ্র আড়ালে শুকরের দাতাল হাসি।
রাতে ঘুমন্ত বালিকা ওদেরই দু:সপ্নে শিউরে উঠে কান্নায়।
ঈশ্বরের কাছে তাই বালিকা আর শিশুদের প্রার্থনা,
মোল্লার দৌড় যদি মসজিদ অবধি হয়,
ওদের ফতোয়ার দৌড় যেন ঠোঁট অবধি এসেই
দুমড়ে পড়ে মাটিতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।