রাজনীতিতে আলো এবং অন্ধকার দুটোই আছে-শেখ হাসিনা।
এখন যদি রাজনীতিবিদ দের অন্ধকার সময় হয়, তবে তো বলতেই হয় জনগনের আলোকিত সময়। শ্রদ্ধেয় (?) শেখ হাসিনা, আপনি কি আমাদেরকে বলতে পারেন আমাদের আলোকিত সময়কে কেন আপনি অন্ধকারে নিন্মজিত করতে চান? আর কত হলে আপনাদের মনের আশা পূর্ন হবে? আর কত রক্ত হলে আপনাদের পিপাসা মিটবে? আর কতটুকু নিচে নামলে আমাদের দেশ আমাদের কে বুঝিয়ে দিবেন?
এই উত্তর কি আমি এবং আমরা পেতে পারি না? আপনার সন্তানকে আর কতটুকু নিরাপদ আপনি করতে চান? আর আমার সন্তানকে আপনি আর কতটুকু অনিরাপদ করলে আপনি সুখি হন? আচ্ছা আপনারা তো মহা বিজ্ঞ, আপনাদের এই জঘন্য বোধ আর কতদিন আমাদের সহ্য করতে হবে? কেন আপনারা এই জাতির ঘাড়ে পা দিয়ে নিজেদের আখের গুছাতে ব্যস্ত হয়ে পড়েছেন? আর কত মূল্য এই জাতিকে দিতে হবে, আপনাদের প্রথিষ্ঠার জন্য। আপনি আপনার সন্তানের জন্য যতটা ব্যকুল, তার চেয়ে আমি কিন্তু কম ব্যকুল নই। সব সীমা আপনারা লঙ্ঘন করেছেন, আর নয়।
বেগম জিয়ার বোধোদয় হয়েছে, উনি এতদিনে বুঝিতে পারিয়াছেন উনার দলের চ্যালা-চামুন্ডার দল উনার মাথায় কাঁঠাল ভাঙ্গিয়া খাইয়াছেন। এতটাই উনি বেকুব, ভাবতে আমার ভীষন অবাক লাগে। আচ্ছা, আর কত দিন পাবলিকের সামনে মূলা ও কুলা নিয়া আপনারা চোর পুলিশ খেলিবেন? দেখুন আমরা কি আপনাদের কাছে এতটাই গাধা বিবেচিত হই, যে যখন যা মুখে আসে বলবেন।
ম্যাডাম, আপনার পেটে যে সন্তান আপনি ধারন করিয়াছিলেন তাহারে আগে সামলান। সরষের মধ্যে ভূত রেখে আপনি দলের ওমুক তমুকের কেচ্ছা কন।
কি বিবেক বোধ আপনাদের? কি শিক্ষা আপনারা পেয়েছেন? কোন স্কুলে আপনারা পড়ালেখা করেছেন? কে ছিলো আপনাদের শিক্ষক? তারা কি সত্যই শিক্ষিত শিক্ষক? নাকি আপনারা জন্মথেকেই স্বশিক্ষিত? আপনাদের বাবা-মা আপনাদের কি শিক্ষা আপনাদের দিয়েছিল? আমরা কি ধরে নিতে পারি না, আপনারা সত্যি কুলাঙ্গার? আমার এই ধারণা কি ভুলপ্রমাণিত হতে পারে?
সুশিক্ষিত, সুনাগরিক কবে হবে এদেশের কান্ডারী?
কেমন করে একটি জাতি বিলীন হয়, কেউ যদি জানতে চান, তবে আমার এই বাংলাদেশকে দেখে যান।
আসুন সবাই আমরা এক হই, আ.লী অথবা বি,এন,পি নয়।
অবশ্যই নয় জামাত।
আরো অন্যকিছু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।