আমাদের কথা খুঁজে নিন

   

উচিত কথার প্রবাদ প্রবচন

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

১. মার পোড়ে না মাড়ানির পোড়ে সৎ মার পরান ধরফর করে। [তথ্যসূত্র: হাসি(৬৫), ছাতিহাটি, কালিহাতি, টাঙ্গাইল] ২. গাছ গুণে গোটা খোলা গুণে পিঠা বাপ গুণে বেটা গাই গুণে ঘি মা গুণে ঝি। ৩. এরে দিয়া তারে মারে লাউ দিয়া কুমড়া কাডে। [তথ্যসূত্র: মোসলেম কানা, চাতল, দলপা] ৪. পুটকিত নাই চাম রাধা কৃষ্ণের নাম। [তথ্যসূত্র: জামাল উদ্দিন, দরিল্লা] ৫. বান্দির পুটকিত মেন্দি। ঘর জামাই বান্দির পুত সিথানে থুইয়া পৈথানে হুত। উপকারের ঘাড়ে লাত্থি যার উপকার তার হুদা আতই। ৬. হতাইও একটা হরি পাটখড়িরও একটা দেউড়ী। [তথ্যসূত্র: সিদ্দিকুর রহমান ভুঁইয়া, কুনিহাটি, দলপা] ৭. গরিবের গরিবানা হিদল দিয়া পিডা বানা। [তথ্যসূত্র: আবুল হোসেন, আশুজিয়া] সৌজন্যে: হযরত আলী দেবল

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.