যে ব্যক্তি সত্কর্মপরায়ণ হয়ে স্বীয় মুখমন্ডলকে আল্লাহ্ অভিমূখী করে. সে এক মজবুত হাতল ধারন করে. সকল কর্মের পরিণাম আল্লাহর দিকে।
হে ঈমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ওয়াদাসমূহ মনে রেখো; তোমাদের জন্যে চার পা’বিশিষ্ট পোষা জন্তু হালাল করা হয়েছে, তবে সেসব জন্তু ছাড়া, যা বিবরণসহ একটু পরেই তোমাদের পড়ে শোনানো হচ্ছে, এহরাম বাঁধা অবস্থায় কিন্তু এসব হালাল জন্তু শিকার করা বৈধ মনে করো না; অবশ্যই আল্লাহ তায়ালা যা চান সে আদেশই তিনি জারি করেন। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তায়ালার নিদর্শনসমূহের অসম্মান করো না, সম্মানিত মাসগুলোকেও যুদ্ধ-বিগ্রহের জন্যে কখনো হালাল বানিয়ে নিয়ো না, আল্লাহর নামে উৎসর্গীকৃত জন্তুসমূহ ও যেসব জন্তুও গলায় উৎসর্গেও চিহ্ন হিসাবে পট্টি বেঁধে দেয়া হয়েছে, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর পবিত্র কাবা ঘরের দিকে রওনা দিয়েছে তাদের তোমরা অসম্মান করো না, তোমরা যখন এহরামমুক্ত হবে তখন তোমরা শিকার করতে পারো, বিশেষ কোনো একটি স¤প্রদায়ের বিদ্বেষ- এমন বিদ্বেষ যার কারণে তারা তোমাদের আল্লাহ তায়ালার পবিত্র মসজিদে আসার পথ বন্ধ করে দিয়েছিলো, যেন তোমাদের কোনো রকম সীমালংঘন করতে প্ররোচিত না করে, তোমরা শুধু নেক কাজ ও তাকওয়ার ব্যাপারেই একে অপরের সহযোগিতা করো, পাপ ও বাড়াবাড়ির কাজে কখনো একে অপরের সহযোগিতা করো না, সর্বাবস্থায়ই আল্লাহ তায়ালাকে ভয় করো, কেননা আল্লাহ তায়ালা পাপের দন্ডদানের ব্যাপারে অত্যন্ত কঠোর! মৃত জন্তু, রক্ত, শুয়োরের গোশত ও যে জন্তু আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো নামে যবাই কিংবা উৎসর্গ করা হয়েছে, তা সবই তোমাদের ওপর হারাম করা হয়েছে, শ্বাসরুদ্ধ হয়ে মরা, আঘাত খেয়ে মরা, ওপর থেকে পড়ে মরা, শিংয়ের আঘাতে মরা, হিংস্র জন্তুর খাওয়া জন্তুও তোমাদের জন্যে হারাম, তবে তোমরা তা যদি জীবিত অবস্থায় পেয়ে যবাই করে থাকো তাহলে তা হারাম নয়। পূজার বেদীতে বলি দেয়া জন্তুও হারাম, লটারি কিংবা জুয়ার তীর নিক্ষেপ করে ভাগ্য নির্ণয় করা হারাম, এর সব কয়টাই হচ্ছে বড়ো বড়ো গুনাহের কাজ, আজ কাফেররা তোমাদের দ্বীন নির্মূল করা সম্পর্কে হতাশ হয়ে পড়েছে, সুতরাং তোমরা তাদের ভয় করো না, বরং আমাকেই ভয় করো; আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের ওপর আমার প্রতিশ্র“ত হিসাবে নেয়ামতও আমি পূর্ণ করে দিলাম, তোমাদের জন্যে জীবন বিধান হিসাবে আমি ইসলামকেই মনোনীত করলাম; হারামের ব্যাপারে মনে রেখো, যদি কোনো ব্যক্তিকে ক্ষুধার তাড়নায় হারাম খেতে বাধ্য করা হয়, কিন্তু ইচ্ছা করে সে কোনো পাপের দিকে ঝুকে পড়তে না চায় তার ব্যাপারটা আলাদা, অবশ্যই আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও পরম দয়ালু। (আল-কোরআন, সূরা আল মায়েদা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।