সাহিত্য লেখক কিশোরী---- সামান্যা কিশোরী আমি নিতান্ত অবোধ। তোমার কাব্য গাঁথা বুঝিবার সাধ্য নাহি মোর। বিমূর্ত র্স্মতির মাঝে হেরি যেই রূপ সেই রূপে কেন আসিলে না ? আর জনমের প্রেম বিরহ বেদন অশ্রুজলে ধৌত করি পারিনা যে মুছে দিতে কালেরে (সময়) তোমার। নয়ন মূদিলে হেরি কার্তিকের সম যুবা এক চেয়ে আছে মুখ পানে মোর। বিধিঁছে নয়ন বানে ব্যথাতুর হরিনীরে যেন। নযন মেলিতে হেরি এক তারাটা হাতে সর্বত্যাগী সাথক এক গাহিছে কীর্তণ দ্বারে হেরিয়া আমারে,তবু কেন হায় তুমি আর সেই যুবা একই মূর্তি এ নহস্য বুঝিতেনা পারি। সাধক---- নাহি প্রয়োজন এ রহস্য বুঝিবার তোমা শুধু এক বার রাখ তব হাত, বক্ষে অথবা মস্তকে আমার। কর আশির্বাদ আমি যেন ভুলে যাই পূর্ব জন্ম কথা,ভুলে যাই সব স্মৃতি, সব অপরাধ। একবার স্নেহের ও রাঙা হাত রাখ মস্তকে আমার ,জননীর কর যথা সন্তানের মুখে, দূর করে দেয় তার সব কলান্তি সব দ:খ ব্যাথা চলবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।