আমাদের কথা খুঁজে নিন

   

থার্ড ফোসর্ (মাইনাস টু ফমূলা)

বেঁধেছে এমনও ঘর শুন্যের ওপর পোস্তা করে..

আজ সারাদিন আমি নিবিড়ভাবে চারটি পিপড়েকে ফলো করেছি। তিন নম্বর পিপড়ে সারাদিনে মাত্র একবারের জন্য সারি বিচ্যুত হয়েছিলো, তাছাড়া চমৎকার ছন্দময় ছিলো তাদের পদচারনা। সুশৃংখল কুচকাওয়াজ যেনবা! একলাইনে মাত্র চারটি ছিলো বলে আমি নিশ্চিত হতে পারি নাই যে ওগুলো আর্মি পিপড়ে কিনা; সামরিক-বেসামরিক যাই হোকনা কেন তাতে কিছু আসে যায়না। দিনের শেষে আজ কাফর্ূ্য প্রত্যাহার করা হয়েছে শুনে আমি তাদের ফলো করা বন্ধ করে দিই। তারপর অনেকটা বেখেয়ালেই তাদের হত্যা করি।

পায়ের বৃদ্ধাঙ্গুলি দ্্বারা নির্মমভাবে পেষণ করে। গতকাল রাত থেকেই আমার তীব্র উত্তেজনা হচ্ছে। যে সে উত্তেজনা নয়, যৌন উত্তেজনা। কার্ফূ্য শব্দটিকে জগতের গচ্ছিত শব্দ ভান্ডারের মধ্যে অন্যতম যৌন উত্তেজক শব্দ মনে হয় আমার। ইয়াজ উদ্দিনের বক্তৃতা শুনে উত্তেজনা আরো বাড়ে।

এরপর যখন নিশ্চিত হই যে প্রাইভেট টিভির খবর দেখানো যাবেনা তখন আমার উত্তেজনা রীতিমত চাঙ্গে! এরসাথে যুক্ত হয় আগামীকালের (আজকের) সম্ভাব্য উত্তেজনাসমুহ। কানামাছি ভো ভো, যারে পাবি তারে ছো... অনেকদিন পরে বাথরুমে আওয়ামীলীগ-বিএনপির বাইরে (যা করতেই হয়) অন্য রাজনীতি করা গেল। মার্কিন সাম্রাজ্যবাদ-জিন্দাবাদ, জিন্দাবাদ। ..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।