সে সব বিশ্বরূপ , শানিত মেধায় লেখা জোনাকির ঘুম ১/
সার্ত্রে সাহেবকে বললাম ---আমাদের গুণগত রাজনীতি থেকে চর্ম রোগের অনুগুলো আলাদা করার কৌশল বলেদিন ।
তখন পিতামহ ভ্যরেন্ডাগাছের তৈল নিস্কাষণের নীলচিত্র হাতে আমার জন্য কসাইখানার মোড়ে কয়েকটা ষাঁড়ের সাথে অপেক্ষা করছে ।
ন্যেওটা গনশাকে বলি---তুই দু’পা এগো । আমি সার্ত্রে সাহেবের পদসেবা শেষ করে এগোচ্ছি ।
তিনি প্রগতিবাদী ধর্মজটা ছাড়াতে ছাড়াতে লিবিয়ার কামা্নধস্ত এক বালিকার ওড়না দেখিয়ে বললেন ---যে কোন শিল্পপতি তার বউয়ের আব্দার মেটাতে এটাকে নিলামে চড়াবে ।
আর বাছা বাছা সাগরেদ লেলিয়ে দেবে ---- দর উঠুক---দর উঠুক ---। অন্তত এই সুযোগে ওরা নোংরা প্রেমপত্র গুলোকে লুকানো পাক্কা বন্দোবস্থ সেরে ফেলতে পারবে ।
আমরা শুধু হারিয়ে ফেলি মায়ের টনিক কিনে ঘরে ফেরার রাস্তা ।
__________________________________________________
২///
ক্ষিতিভূষণ মাষ্টার খুব ভালো ভেঁপু বাজাত ।
স্বরবর্ণ উচ্চারণ করতে না পারা অনুগামী
তার বৈঠকখানায় ধেয়ে আসত জার্সি গরুর গোয়াল সাফ করতে ।
তাদের কোলে কাঁখে মধু ঘড়া আর অসম্পূর্ণ ভাবসম্প্রসারণ ।
আমি তার ঝাপসা চশমার কাঁচ থেকে
ময়ূ্রকন্ঠী সারসকে উড়তে দেখেছি ।
প্রতিগজ্ঞে এক একটি পালক খসে পড়ত ।
‘ল’ কে ‘ন’ বলতে অভ্যস্ত জননীরা তাদের বিনুনিতে ভরে রাখত
যতক্ষণ না বাল-বাচ্ছারা ঠিক ঠিক সাঁতরাতে পারে ।
আমাদের জিভের ভাঁজ থেকে খসে যাওয়া
ভরনীয়বর্গের চমৎকার প্যান্ডোরা বক্স
নমনীয় ফেসবুক হ্যাক করে দোল খায় ফ্রেন্ড রিকোয়েস্টে ।
আমি টের পাইনি ক্ষিতিবাবুর ভেপু
কোন ফেক আই-ডি তে ডিলিট হয়ে গেল ।
--------------------------------------------------------------------
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।