আমাদের কথা খুঁজে নিন

   

উনার সঙ্গে শিল্প ও উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ে কথোপকথন

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

বুঝছেন তো এইবার। আমার একটা দুপুরই দরকার আসলে। বিছানা-বালিশ, নীরবতা-নির্জনতার চাইতে জরুরি এই জিনিশটা। একটা আস্তা দুপুর।

একটা জিনিশ বলেন তো দেখি, প্রতিদিন যে আপনে ভাতঘুম দেন তাতে আপনার রাতে পবলেম হয় না? হবার কথা কিন্তু। যদি পারি একবার আপনার ওইখানে যাবো আপনে কেমন করে ঘুমান দেখে আসবো ঘুমের সময় হা করেন কি না, নাকও কি ডেকে থাকেন কখনো? এইসব দেখতে চাই সামান্য বলছেন দাদা? ভাবুন, আমাদের তো দুপুরই নেই। এখেনে সাহিত্য কীভাবে হবে! আপনাদের আছে মেলা মেলা দীর্ঘ দুপুর ভাতের পর ভাতঘুম ঘুমের ভেতর নাক ডাকা বলতে গেলে দাদা এটা কিন্তু, এই যে, এই নাক ডাকা একে অবচেতনের উচ্চাঙ্গ সঙ্গীতই বলতে হবে। এ বিষয়ে আপনের কী মত? দাদার তো মনে থাকবার কথা একবার উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে বলছিলেন আপনার দখল আর জ্ঞানের গভীরতা দাদা খুব অবাক হয়েছিলাম। আমাদের তো এইসবও নাই।

বুঝেন না? কে শুনবে। একেবারে ভূতের দেশ, বুঝলেন। একেকটা ভদ্রলোকের শার্ট খুলে দেখুন কাদা লেগে আছে। বিশ্বাস হয় না? না হবারই তো কথা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.