? ? ?
শুক্রবার, বিকেল 4.38। আমি 8 মিনিট দেরি করে এসেছি। সুজন, জিকো, স্মরণ, জাকির আগেই ছিল। আমার সাথে সাথে রোকনও ঢুকল। আরোও আছে মারুফ এবং কিশোর।
ওরা এখনও আসেনি।
শুরু হলো আমাদের ছবি বানানোর কর্মশালা। তিন মাস ব্যাপী এই কর্মশালায় আমরা ডি.ভি প্রোডাকশন সম্পর্কে একটি বেসিক ধারণা নেব। আমরা মোটমোটি ছবি বানানোর সবকটি পর্যায় সম্পর্কে জানার চেষ্টা করব। যেমন: স্ক্রিপ্ট এবং অভিনয়, স্ক্রিপ্ট এনালাইসিস, প্রোডাকশন ম্যানেজমেন্ট, পরিচালনা, সহকারী পরিচালনা, ক্যামেরা, লাইট, বুম এবং লাইট অপারেশন, সাউন্ড এবং সম্পাদনা, সহকারী স্মপাদনা এবং সাউন্ড ডিজাইন।
আমরা তিনটি সরটফিল্ম বানাবো তিন মাসে। তিন মাস ব্যাপী এই কর্মশালায় আমরা হাতে-কলমে এই তিনটি ছবি বানানোর মাধ্যমে হাতে খড়ি নেব। আমাদের সবার গাইড হিসাবে কাজ করবে জিকো। যেহেতু তাঁর এ বিষয়ে প্রত্যক্ষ ধারণা আছে এবং একটি প্রোডাকশন টিমে কাজ করছে।
সময় :
জানুয়ারী-মার্চ
যা যা করেছি:
* প্রত্যেকের সাথে পরিচিত হয়েছি
* প্রত্যেকের এ কর্মশালায় অংশগ্রহণের কারণ/মুটিভ জানতে পেরেছি
* এ বিষয়ে তাদের ভবিষ্যত পরিকল্পনা
* হবি, ইন্টারেস্ট, স্পেশাল স্কিলস ইত্যাদি
* কে কিভাবে এখানে কনট্রিবিউট করতে পারবে (যেমন, ডিভিডি, বই, নেট ব্যবহার, অতীত জ্ঞান ইত্যাদি শেয়ার)
* পেশদারী মনোভাব কি এবং কিভাবে প্রফেশনালিটি অর্জন করা যায় তার বেসিক
যা যা করব:
* একটি প্রোডাকশন টিম দাঁড় করানো হবে
* ছবি সম্পর্কিত বই এর একটি লাইব্রেরী থাকবে
* ক্লাসিক ছবির কালেকশন থাকবে
* আমরা আমাদের অভিজ্ঞতা ব্লগে বা যে কোন কোথাও লিখে রাখব।
যেন প্রত্যেকে শেয়ার করতে পারে
* আমরা ডিজিটাল মিডিয়াকে যতটা সম্ভব ব্যবহার করব।
বাড়ির কাজ:
* তিনটি নাম। আমাদের প্রোডাকশন টিম এর জন্য
* পাঁচটি গল্প। স্টোরি ব্যাংক তৈরি করার জন্য সবাই কমপক্ষে পাঁচটি করে গল্পের আইডিয়া দিবে
* জিকো'র দেয়া ই-বই এর অন্তত প্রথমটি শেষ করতে হবে এবং সম্ভব হলে পাওয়ার পয়েন্টে মূল বিষয় এর একটি প্রেজেন্টেশন তৈরি করতে হবে
আগামী দিন বসার সময়:
9 জানুয়ারী সকাল অথবা বিকেল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।