আমাদের কথা খুঁজে নিন

   

সাদ্দাম ঘটনাপ্রবাহ ঃ একটু ভেবে দেখবেন কি?



সাম্রাজ্যবাদী বুশের শিকার হলো সাদ্দাম। একটা প্রহসনের বিচার শেষে মৃত্যদণ্ড হলো - এই ব্যাপরটি প্রতিটি হৃদয়বান মানুষকেই ব্যথিত করেছে। দিকে দিকে উঠছে প্রবল বিদ্রোহ, ইরাক এখন সাম্রাজ্যবাদের শিকার। আমেরিকার প্রতি ঘৃণায় নাক সিটকাচ্ছে মানুষ। আমিও তাদের দলেরই একজন।

কিন্তু আমার মনে একটা প্রশ্ন আছে। বুশের চরিত্রে কলঙ্ক লেপন করতে গিয়ে বা একজন খুনীকে ঘৃণা করতে গিয়ে আমরা ভুলে যাচ্ছি না তো - সাদ্দাম নিজেই একজন খুনী। ইতিহাসের জঘন্য কিছু বর্বরতার সাক্ষী। তিনি নিজেও একজন সাম্রাজ্যবাদী -------- শক্তি ইরাকের কখনও খুব বেশি ছিল না। কিন্তু যতটুকু ছিল তার পূর্ণ প্রয়োগে তিনি প্রতিবেশী রাষ্ট্রদের তটস্থ রাখতেন।

ভিন্ন মত প্রকাশ করার অপরাধে খোদ ইরাকেই তিনি শত সহস্র মানষ হত্যা করেছেন । আসুন আমরা একজন খলনায়কের সমালোচনা করতে গিয়ে আর একজন খলনায়ককে বীর না বানাই। হত্যাকারী, সাম্রাজ্যবাদীদের আমরা ঘৃণা করি ---- সবকালের সবযুগের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.