ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...
তেলা মাথায় তেল দিতে সকলেই ভালবাসে। তেলাপোকারা ভাবল, সমস্ততেলই তদের চাই। দু-চারদিন সাদ্দাম হুসেনের এলাকায় ঘোরাঘুরি করল। লোকজন তটস্ত।
সাদ্দাম বিরক্ত হয়ে হুমকি দিল, সব তেল দেব পুড়িয়ে! তেলাপোকারা দেখল ভীষণ বিপদ! সমুদ্দুরে যদি আগুন ধরে, মাছও যাবে, জলও যাবে। ফলে ম্যকডোনালড ও কোকাকোলা সবই খরচার খাতায়। এতদিন গুটিগুটি পায়ে সারা বিশ্বে ছক কষেছি, এখন গুবলেট হয়ে গেলে মুশকিল!
দু-চারদিন আরশোলারা সাইনটিষ্টদের দাড়িতে কুড়কুড়ি দিল, তারা বলল, খবরদার, তেলে আগুন ধরানো যাবে না তাহলে বয়োডাইভার্সিটি হয়ে যাবে। সাদ্দাম হুসেন দেশের সমস্ত লোককে মন্ত্রবলে তেলাপিয়া মাছ বানিয়ে দিল।
সাদ্দাম হুসেন ক্রমশ একাকী হয়ে পড়ল, যেদিকে তাকায়, চারিদিকে তেলাপোকা।
ছারপোকারা দেশটা জয় করে নিল। এমনকি তেলাপিয়া মাছ অব্দি নিজেদের দেশে নিয়ে চলে গেল। সাদ্দাম খাওয়ার মত তেলাকুচো পাতা ছাড়া আর কিছুই খুঁজে পায় না, ক্রমশ তার অবস্থা সনগীন হয়ে পড়ে। এবং মৃত্যুর দিকে এগিয়ে যায়। ছরপোকাদের দাবী, এটা এক ধরণের আত্মহত্যা।
কেউ কেউ বলে, ঐ যারা ম্যকডোনালড কোকাকোলা পছন্দ করে না, এতো সাদ্দামকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে!
তেলপোকার ব্লু ব্লাড চলকে চলকে ওঠে, সবাই তেলামাথািেত তেল দেয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।