বৃহস্পতিবার উত্তর কলকাতার ক্রাইস্ট চার্চ স্কুলে ঐন্দ্রিলা দাস নামের ওই ছাত্রী মারা যায় বলে জানিয়েছে এনডিটিভি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুলের উঁচু ক্লাসের কয়েকজন ছাত্রী ঐন্দ্রিলার কাছে ১শ’ রুপি দাবি করে। ঐন্দ্রিলা সেটা দিতে ব্যর্থ হলে তারা ঐন্দ্রিলাকে স্কুলের একটি বাথরুমে আটকে রাখে। আতংকে সেখানেই মারা যায় ছোট্ট মেয়েটি।
পর দিন শুক্রবার সকালে স্কুলের অন্যান্য ছাত্রীদের উত্তেজিত অভিভাবকরা স্কুল চত্বরে প্রবেশ করে ভাংচুর করে।
পাশাপাশি তারা স্কুল অধ্যক্ষের পদত্যাগ দাবি করে।
অভিভাবকদের অভিযোগ, অধ্যক্ষ হেলেন শর্মিলা সরকার স্কুলে ব্যাপক অনিয়ম করতেন, ফলে তিনি ছাত্রীদের আচরণবিধি মানাতে ব্যর্থ হয়েছেন।
বিকাল ৪টার দিকে পুলিশের পাহারায় অধ্যক্ষ হেলেন বিদ্যালয়ের দোতালার বারান্দায় এসে উপস্থিত অভিভাবকদের কাছে ক্ষমা চেয়ে বলেন, “আমি করজোড়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনারা দয়াকরে শান্ত হন। ”
এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে এ সময় জানান তিনি।
কিন্তু ক্ষুব্ধ অভিভাবকরা অধ্যক্ষর পদত্যাগের দাবিতে অটল থাকেন এবং বিদ্যালয় থেকে বের হওয়ার একমাত্র পথটি বন্ধ করে দেন। দুই ঘণ্টা অচলাবস্থার পর পদত্যাগ করতে বাধ্য হন হেলেন শর্মিলা।
পরে ঐন্দ্রিলার বাবা-মার করা মামলার ভিত্তিতে অধ্যক্ষ হেলেন শর্মিলাকে গ্রেপ্তার করে পুলিশ। স্কুল কর্তৃপক্ষের অসচেতনতার কারণেই তাদের মেয়ের মৃত্যু হয়েছে বলে মামলায় অভিযোগ করেন ঐন্দ্রিলার বাবা-মা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।