আমাদের কথা খুঁজে নিন

   

হারামি মিডিয়া আতলামী করবি কর... এদেশে ইস্যুর কি অভাব আছে???

হারামি মিডিয়া আতলামী করবি কর... এদেশে ইস্যুর কি অভাব আছে??? এক ঋতুপর্ন ঘোষ শ্মশান যাত্রী হয়েছে-আর ওরে নিয়া এত্ত উইঠা-পইরা লাগলি কেন?? ওর মৃত্যুর পর সর্বশেষ আপডেট জানাতে লাইভ ফোন কলের মাধ্যমে কলকাতার থেকে কনভার্সেসন প্রচার করার এই আতলামীর তো একটা সীমা থাকা দরকার-দেশের মানুষের কি আর খেয়ে ধেয়ে কাম নাই যে কলকাতায় কোন সিনেমার মেস্তুরী মরল আর তার সর্বশেষ আপডেট জানার জন্য সবাই মুখিয়ে আছে, খানকির পোলারা এইসব ফাইজলামি বন্ধ কর, আজকে তোদের নিউজ দেখে মনে হচ্ছে ঋতুপর্ন মরে গিয়ে বাংলাদেশের বিরাট ক্ষতি করে গেছে, ঋতুপর্নকে নিয়া কারিশমাটিক রিপোর্ট করে কি বুঝাতে চাস যে- আমাদের নিজস্ব কিছু নাই আর ঋতুপর্নই ছিল আমাদের গর্বের বিষয়??? আমার দেশের ফ্রিকোয়েন্সি ইউজ করে টিভিস্টেশন চালাবি আর কলকাতার শিবের গীত গাইবি??? বলি, আমার দেশে ও তো শিবের অভাব নাই, ভারতের কয়টা মিডিয়া আমার দেশের শিবের গীত গায়??? হুমায়ুন আহমেদের মৃত্যুতে ভারতের কয়টা মিডিয়া কয়টা রিপোর্ট করেছিল??? নাকি ও বেঁচে থাকলে আরো অনেক সিনেমা বানাতো আর সেই সিনেমার টিকিট বেইচ্যা এদেশের রাস্তা-ঘাট-সেতু তৈরি হত বা ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি হত??? সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ঋতুপর্ন সাহেব মারা গেছেন- খবরটা শুনেছি- শোকসন্তপ্ত ভারতবাসীর প্রতি সমবেদনা জানাচ্ছি- ব্যাস এটুকুই- এর চেয়ে বেশী মিডিয়ার বাড়াবাড়ি দেখে আমি হতবাক ও স্তব্দ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.