কয়েক মাস আগে ফুফাতো ভাইয়ের বিয়ে শেষে, কাজ থাকাতে বরযাত্রীর লোকদের সাথে না ফিরে আমরা একটু আগেই বের হয়েছিলাম! আমি আমার ছোট বোন রিকশার জন্য দাঁড়িয়ে ছিলাম। এমন সময় একটা অচেনা মহিলা এসে আমাদের খোঁজ- খবর নেয়! আমরা কোন পক্ষের লোক ? কেন এত তাড়াতাড়ি চলা যাচ্ছি, এইসব হাবিজাবি! যখন- ই শোনে আমরা ছেলে পক্ষের লোক - মহিলাটা বলা শুরু করে- “ মেয়েটা তো ( মানে ভাইয়ের বউ) খুব টেটিয়ানি ( মানে- টাঊট টাইপের ) ! এরপর সে আরও কিছু বলা শুরু করে- মেয়েটার পরিবার ভাল না, মেয়েটা সংসার করতে পারবে না, এইসব! আমরা তো অবাক!ঐ মুহূর্তে মাথা কাজ করছিলোনা শুধু বললাম- বিয়ে হয়ে গেছে, আর আমরা খোঁজ -খবর নিয়েই বিয়ে দিচ্ছি! শুনে মহিলাটা মুখ কালো করলো ! আরও কিছু বলতে যাচ্ছিলো কিন্তু আমরা শুনতে আগ্রহী না দেখে পাশেই দোকানে গিয়ে দাঁড়ালো ! আমাদের দুবোনের যে কি হল- মাথা কাজ না করাতে কাউকে ডেকেও আনিনি, আনলে হয়তো মহিলাটাকে আচ্ছা মত ধোলাই দেয়া যেত! কাউকে কিছু না বলে তাই বাসায় চলে আসি। পরে যখন সবাইকে বলি- সবাই বলে- এত বড় ভুল করলি কেন? খুব আফসোস হয়!
মানুষ কত শয়তান! কিভাবে এসে একটা মেয়ের জীবন আর একটা মেয়ে নষ্ট করতে চায়! এরকম কাজ ছেলেরাও করে থাকে! আজিব কারবার! এইসব বিয়ে ভাঙ্গানি দেয়া মানুষদের পিঁয়াজের মত করে কুচিকুচি করে কাটা উচিৎ ! সব বদমাইশ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।