আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমাইতে চাই



ঘুমাইতে চাই। একটু আরামে ঘুমাইতে চাই । অনেকদিন ভালো ভাবে ঘুমাইতে পারি না। রাতের বেলা কিছুতেই ঘুম আসে না। এদিকে ঘুম আসে দিনের বেলা।

যখন আমি অফিসে থাকি। অফিসে ঘুমানো মনে হয় ঠিক হবে না। অবশ্য আমার ডেস্কটা এক কোনায় আর আমি যদি ঘুমাই তবু আমাকে কেই দেখতে পাবে না যদি নাক না ডাকি। ইদানিং এই একটা বদ অভ্যাস হয়েছে। যদিও আমি বলতে পারবো না কিভাবে নাক ডাকি আমার রুম মেট প্রতিদিনই নালিশ করে আমি নাকি ইদানিং নাক ডাকি।

আমার প্রশ্ন আমি ঘুমাচ্ছি কখন যে আমি নাক ডাকবো। যা হোক সব কথার এক কথা আমি রাতে ঘুমাতে চাই। কেউ যদি ঘুম আনার কোন কৌশল জানেন তাহলে দয়া করে আমাকে জানান। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। লেখা শেষ করছি একটা কথা দিয়ে তা হলো আমি ঘুমাতে চাই রাতের বেলা।

যদি না হয় তাহলে সত্য সত্য আমি দিনের বেলা ঘুমাতে শুরু করবো। এর জন্য আমি দায়ী থাকিব না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.