আমাদের কথা খুঁজে নিন

   

মিস্টার জামাই, এখন যদি ঘুমাইতে বলো তো

পরিবর্তনের জন্য লেখালেখি

তোমার খবরই আছে ! প্রথমে ২৯ তারিখকে ৩০ জুলাই মনে করে হুইশ করলা। তারপর শুক্রবারকে ৩০ শে জুলাই মনে করে সব প্ল্যান প্রোগ্রাম পিছাইলা । নিজের আব্বার উইশ করা দেখে মনে পড়লো বলে তড়িঘড়ি করে লাচ্ছা সেমাই এর জমে যাওয়া হালুয়াকে কেকের বদলে কাটাইলা । ১২টার সময় ব্লগে ঢুকতে দিলা না, সবাকরে জনমদিনের শুভেচ্ছা দিতে লেইট লতিফ হইলাম। এখন যদি আবার ঘুমাইতে কও , আইজকা কেকের ছুরি দিয়া ট্যারম ট্যারম হইবেক! সম্মানিত ব্লগার গণ , আমি ক্ষমাপ্রার্থী । ব্লগে ঢুইকা দেখি আমার ব্লগে কোন বেলুন নাই। জন্মদিনের বানীও নাই । দি প্যাট্রিয়ট কবিতা খান মনে কইরা আফসুসিত উপায়ে এই পুস্ট লিখলাম। কেউ দিলে চুট খাইলে পুইছা দিমু।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.