আমাদের কথা খুঁজে নিন

   

'রাতে চৌদ্দবার কারেন্ট যায় পুলাপাইনরা ঘুমাইতে পারে না'



তথ্যসূত্র : দৈনিক জনকণ্ঠ 'রাতে চৌদ্দবার কারেন্ট যায় পুলাপাইনগুলা ঠিক মতো ঘুমাইতে পারে না। ' এটি রাজধানীর পল্টন এলাকার এক ভ্যানচালকের অভিব্যক্তি। কাজের ফাঁকে শনিবার রাতে পল্টন এলাকায় এক বাদাম বিক্রেতার সঙ্গে গল্পের ছলে ওই ভ্যান চালক এ কথা বলছিলেন। সমাজের সবচেয়ে নিম্নমানের জীবন যাপনে অভ্যস্ত মানুষের যদি বিদ্যুত বিভ্রাটে এমন অবস্থা হয় তাহলে গুলশান, বনানী, বারিধারা কিংবা ধানমণ্ডির বাসিন্দাদের কি হতে পারে তা সহজেই অনুমান করা যায়। বিলাসবহুল জীবনে এয়ারকন্ডিশন, লিফট, ওয়াশিং মেশিনসহ যা কিছু আছে তার সবটাই বিদু্যতনির্ভর।

অভিজাত এলাকার বাসিন্দাদের মতে বিদু্যত শুধু ঘুমই হারাম করে না, বিদু্যত না থাকলে এখানে জীবনই থমকে দাঁড়ায়। ইদানীং রাজধানীর অভিজাত এলাকায় ভয়াবহ লোডশেডিংয়ে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিত্তবানদের জন্য উচ্চমূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের প্রক্রিয়াও শুধু আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। 'রাতে চৌদ্দবার কারেন্ট যায় পুলাপাইনগুলা ঠিক মতো ঘুমাইতে পারে না। ' এটি রাজধানীর পল্টন এলাকার এক ভ্যানচালকের অভিব্যক্তি।

কাজের ফাঁকে শনিবার রাতে পল্টন এলাকায় এক বাদাম বিক্রেতার সঙ্গে গল্পের ছলে ওই ভ্যান চালক এ কথা বলছিলেন। সমাজের সবচেয়ে নিম্নমানের জীবন যাপনে অভ্যস্ত মানুষের যদি বিদ্যুত বিভ্রাটে এমন অবস্থা হয় তাহলে গুলশান, বনানী, বারিধারা কিংবা ধানমণ্ডির বাসিন্দাদের কি হতে পারে তা সহজেই অনুমান করা যায়। বিলাসবহুল জীবনে এয়ারকন্ডিশন, লিফট, ওয়াশিং মেশিনসহ যা কিছু আছে তার সবটাই বিদু্যতনির্ভর। অভিজাত এলাকার বাসিন্দাদের মতে বিদু্যত শুধু ঘুমই হারাম করে না, বিদু্যত না থাকলে এখানে জীবনই থমকে দাঁড়ায়। ইদানীং রাজধানীর অভিজাত এলাকায় ভয়াবহ লোডশেডিংয়ে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

বিত্তবানদের জন্য উচ্চমূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের প্রক্রিয়াও শুধু আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।