বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা
আড্ডায় বিজয় দিবসের পার্টির ভাবনাটা হঠাৎ করেই মনে আসল। তড়িঘড়ি করে এই আয়োজনে পরিচিত অনেক ব্লগার যোগ দিবেন। কিন্তু সবারই একটাই দাবী চায়ের বরাদ্দে যাতে কমতি না পড়ে। বাজার থেকে আরও দু' প্যাকেট তাজা চা নিয়ে আসলাম। সাথে থাকবে ডাল পুড়ি।
মিস্টি। ছোট আয়োজন, কিন্তু লোক অনেক। অনেকে আবার জম্পেশ আড্ডায় বসলে সহজে উঠবেন না। তাই যারা সময় হাতে নিয়ে থাকবেন তাদেন জন্য থাকবে ঝাল মাংস ও ভুনা খিঁচুরী। আপাতত এ পর্যন্ত।
সবাইকে মুক্তিযুদ্ধের লেখা নিয়ে আসতে বলেছি। দেখা হবে সবার সাথে 16ই ডিসেম্বরের বিকেলে। চলবে আড্ডা। ততক্ষণ পর্যন্ত বিদায় ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।