যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল-ফয়সাল গতকাল বুধবার আকস্মিকভাবে পদত্যাগ করেছেন। মাত্র 15 মাস দায়িত্ব পালন করে গতকালই তিনি ওয়াশিংটন ত্যাগ করেন। তাঁর পদত্যাগের পেছনের কারণ সম্পর্কে পুরোপুরি পরিষ্কার ধারণা দিতে পারেনি কোনো পৰ। একটি সূত্র জানিয়েছে, সৌদি সরকারের সঙ্গে তাঁর মতের অমিল সৃষ্টি হওয়ায় তিনি এই পদ ছেড়েছেন। তবে সৌদি প্রশাসনের কর্মকর্তারা জানান, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই তিনি পদত্যাগ করেছেন। উলেস্নখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে সৌদি-মার্কিন সম্পর্কে যথেষ্ট টানাপোড়েন সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলায় জড়িতদের অধিকাংশ সৌদি নাগরিক বলে প্রমাণিত হওয়ার পর থেকে সম্পর্কের এই টানাপোড়েন শুরম্ন। -বিবিসি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।