হায়রে দুনিয়া...
শাহানার ফ্রোজেনফুড পোষ্ট দেখিয়া কমেন্ট করিয়া ভাবিলাম ইহা সবার জানা প্রয়োজন তাই লিখিলাম।
আজিকাল বিভিন্ন ডিপার্টমেন্টাল দোকান সমূহে ভাল ফ্রোজেন ফুড পাওয়া যাইয়া থাকে বটে। তবে আফতাবের চিকেন নাগেটখানি আমি কখনই ক্রয় করি না। এককালে আমদানীর মাধ্যমে আনিত কিছু নাগেট খাইতাম, কিন্তক তাহার দাম অত্যাধিক বলিয়া কম ব্যবহার করিতাম। যাহা হউক একবার আফতাবের নাগেট দেখিয়া ও দাম শুনিয়া বড় খুশি হইয়া দেশি পণ্য বিধায় বেশী করিয়া কিনিয়াছিলাম। একখানি প্যাকেট শেষ করিবার পরই টেলিভিশেনের খবরে দেখিলাম ভ্রাম্যমান আদালত গিয়া আফতাবের ফ্যাক্টরিতে গিয়া দেখেন মরা মুরগি দিয়া উহারা তাহা বানইতেছে, অর্থাৎ উহাদের পোলট্রির মরা মুরগাগুলাকে তাহারা না ফেলিয়া দিয়া ফ্যাক্টরিতে মিশাইয়া দিত। ইহার পর হইতে উহা খাওয়া বন্ধ করিয়াছি এবং বাহির হইতেও নাগেট খাইনা কেননা কম মূল্যের কারনে উহার অনেকে আফতাবের নাগেট কিনিয়া থাকে।
জনস্বার্থে কমেন্ট করিলাম, সাবধান হইয়া আহার করিয়েন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।