অদ্ভুত আঁধার এক চারিদিকে প্রথমে কিছু বাদাম যোগাড় করেন।
তারপর একটি বাদাম হাতে নেন।
ডান হাতেও নিতে পারেন, কোন সমস্যা নাই।
আলতো ভাবে, হ্যাঁ এই ভাবে আস্তে চাপ দেন। পুট করে বাদামের খোসাটা ফেটে যাবে।
তারপর চাপের পরিমাণ বাড়ান।
বাদাম বের করেন।
তারপর হাতে নেন। যাহারা বাদামের গাড় লাল রঙের আবরণ পছন্দ করেন না, তাহারা বাদাম ২ টাকে আবারো আলতো করে ডলা দেন। বের হয়ে আসবে ফকফকা সাদা বাদাম।
এবার চিবিয়ে বা গিলে খেয়ে ফেলেন।
একই কৌশল পরের বাদামগুলোতে প্রয়োগ করেন।
বি.দ্র. বাদামের খোসাগুলো ডাস্টবিনে ফেলবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।