চলছি, যেমন চলছে। ইমেইল: lostindrk@gmail.com
কুটিকালের কথা। দোস্তদের সংগে বিশাল মগজ মারামারি করে মানুষের কাছে সবচেয়ে আরামের কাজ কি হতে পারে তার ক্লিয়ার ধারণা নিয়ে এলাম। সবাইকে বেশ পন্ডিত টাইপ এটিচিউড নিয়ে জিগাইলাম, 'বলেনতো, দুনিয়ার মধ্যে সবচেয়ে আরামের কাজ কি?'।
কেউ পারে তো, কেউ প্রশ্ন বুঝে না।
কিন্তু পরে গিয়া এক জায়গায় হেভি ক্যাচাল লাগলো। পাশের ফ্ল্যাটের নতুন ভাবীরে গিয়া 'জানিতো পারবো না' জাতীয় ভাব নিয়া জিগাইতে গিয়ে থাপ্পর খাইলাম। তার উপর বাপের কাছে কমপ্লেন। আর, পালাই কোথায়! সেদিন, বাপে বেত দিয়া আমার পিঠে বাংলাদেশের ম্যাপ বানাইয়া দিছিলো। কেনো যে সেই দিন মাইর খাইছিলাম তা বুঝতে বুঝতে আমার বয়স চৌদ্দ হইলো।
দুনিয়ার বেশির ভাগ মানুষ কি ভাবে আমি জানিনা। তবে, কানের মধ্যে পাখির পালক সাফ কইরা ঠিক মতো নাড়া-চাড়া দিলে জান্নাতের সুখ পাই। একদিকে কাইত হইয়্যা কম্পিউটারে ব্লগিং করতে করতে কান চুলকানোর মজাই আলাদা।
তবে এটাও ঠিক, গরমের সময় চুল কাটাইতে গেলে ঠান্ডা এসির মাঝে মাথা বানানো হইলো সেইরকম সুখের! নাপিতগুলান এতো বদের বদ, মাইরও দেয় আর তার জন্য টাকাও নেয়।
এক টিকিটে দুই ছবি দেখতে গিয়া বুঝতে পারছিলাম, কুটিকালে আমি হুদাই মাইর খাইছি।
দেখলাম, এক চিংকি টাইপ পাবলিক আরেক চিংকি মহিলার সংগে একটু বেশি ইয়ে টাইপ ভালোবাসা করতে ছিলো। আচানক লোকটার সেইরকম তেজে বড় টয়লেট পায়। লোকটা মহিলারে চরম অবস্থার মাঝেও ধাক্কা মাইরা ফালাইয়া বড় টয়লেটের জন্য দৌড়। অবশেষে কোথাও টয়লেট না পাইয়া কার পার্কিং এ গাড়ির চিপায় প্রকৃতির ডাকে সাড়া দেয়। লোকটার কি যে আনন্দ!! কথাই বলতে পারেনা!!!
মানুষের পাপী মন আমার মতন নিস্পাপ মানুষরে মাইরা তক্তা বানাইলেও সত্য অলওয়েজ সত্য।
সেদিন মাইর খাইলেও, আমি কিন্তু ঠিকই কইছিলাম। হ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।